কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।
এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’
মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের বাজিতপুরে আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদে স্ট্রোক করে তাঁর স্ত্রী আকলিমা বেগমের (৬৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর ছেলে প্রকৌশলী আবুল হায়াত শাহেনশাদ। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার মা পাশের মুরগির ফার্মে ছিলেন। তখন ঘরের জানালা ভেঙে ভেতরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে রুমে থাকা এসি বিস্ফোরণ হলে আশপাশের মানুষ ছুটে আসেন। এ সময় মা চিৎকার করে দৌড় দিলে পড়ে যান।
এর কিছুক্ষণ পর তিনি বিষয়টি নিতে না পেরে স্ট্রোক করেন। পরে তাঁকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রকৌশলী আবুল হায়াত বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আমাদের বাড়ির গেট ভাঙচুর করে, তারপর আবার ১০ ফেব্রুয়ারি বাড়ির পেছনে আগুন দেয় একটা দল। এ সময় আমার ফার্মের কর্মচারীদেরও হুমকি দেয় তারা। ৫ আগস্টের পরও আমাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট করা হয়। আমার বাবা বর্তমানে বাড়ি থাকেন না, পলাতক আছেন। তাঁর নামে একাধিক মামলা করা হয়েছে।’
মো. শাহজাহান বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা পরিষদের সাবেক সদস্য।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। তবে কীভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে