নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৭ ঘণ্টা আগে