নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের বিশেষ আদেশে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরে আবেদন করা হয়েছে। এর জবাবের অপেক্ষায় রয়েছে তারা।
আজ সোমবার জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো টিকিটের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেনি।
এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ভ্যাট না বসানোর জন্য তাঁরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে। এখন এই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা।
এদিকে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে গতকাল রোববার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হতে পারে।
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।
মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।
মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এমন কোনো নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘ভ্যাট মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।’
ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ‘ভ্যাট বসবে কি বসবে না, সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সরকারের বিশেষ আদেশে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে। সেই অনুযায়ী ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আরোপ হওয়ার কথা থাকলেও সেটি এখনো কার্যকর হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরে আবেদন করা হয়েছে। এর জবাবের অপেক্ষায় রয়েছে তারা।
আজ সোমবার জানা যায়, মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো টিকিটের সঙ্গে অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেনি।
এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ভ্যাট না বসানোর জন্য তাঁরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দিয়েছে। এখন এই চিঠির উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা।
এদিকে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে গতকাল রোববার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হতে পারে।
এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।
মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।
মেট্রোরেল কর্তৃপক্ষের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, এখন পর্যন্ত তারা এনবিআর থেকে কোনো চিঠি পায়নি। এমন কোনো নির্দেশনা এলে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা ব্যবস্থা নেবে।
ডিএমটিসিএল কোম্পানি সচিব আব্দুর রউফ বলেন, ‘ভ্যাট মওকুফ চেয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি। চিঠিতে কেন ভ্যাট বসানো হবে না, সে বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।’
ভ্যাট না বসানোর বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসবে বলে আশাবাদী ডিএমটিসিএল কোম্পানি সচিব আরও বলেন, ‘ভ্যাট বসবে কি বসবে না, সেটা চিঠির জবাবের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
১ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
২১ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৩১ মিনিট আগে