নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশকে সুরক্ষিত রাখতে ‘কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার, টিকা হবে সবার। যারা টিকা নেন নাই, তাঁরা দ্রুত নিয়ে নেবেন।’ আজ বৃহস্পতিবার গণটিকাদান কর্মসূচি উপলক্ষে গুলশান-২ থেকে শুরু হওয়া ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘টিকা নিতে কোনো পয়সা দিতে হবে না। অনেকে প্রয়োজনীয় কাগজ না থাকায় টিকা পেতে সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকা নিতে পারবেন। আমরা চাই, সবাই টিকা নিক। নিজে বাঁচলে বাপের নাম। তবে মার্চের ১ তারিখ থেকে যাদের টিকার কার্ড থাকবে না, তাদের দোকান বন্ধ হয়ে যাবে। এ জন্য অবশ্যই প্রথম ডোজের সার্টিফিকেট লাগবে। আর সিটি করপোরেশনের নাগরিক সেবার জন্য আমাদের স্লোগান ‘নো টিকা, নো সার্ভিস’। ১৮ বছরের নিচে এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা বুথ করা হয়েছে। তারা পাবে ফাইজার টিকা। আর ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন সিনোভ্যাক।’
ডিএনসিসি সূত্র বলছে, গতকাল থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন টিকা দেওয়া হয়েছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৯ হাজার মানুষকে। তবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক প্রচার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই টিকাদান চলবে ২৬ তারিখ পর্যন্ত। তবে শেষ দিন ২৬ মার্চ বড় পরিসরে টিকা দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডের নয়টি কেন্দ্রে। ওই দিন ডিএনসিসির ৪৮৬ কেন্দ্রে দেওয়া হবে টিকা। চার দিনের টিকাদানের কর্মসূচিতে ডিএনসিসির ২ লাখ ৪৩ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনিবার—এই তিন দিন ডিএনসিসি এলাকায় গাড়িতে করে প্রচার চালাবে বাউল দল। একই সঙ্গে বিতরণ করা হবে মাস্ক। টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা বিশেষ কার্ড পাবেন। প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারলে পরে অনলাইনে টিকা সনদ নিতে পারবেন।’
ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।

দেশকে সুরক্ষিত রাখতে ‘কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহার, টিকা হবে সবার। যারা টিকা নেন নাই, তাঁরা দ্রুত নিয়ে নেবেন।’ আজ বৃহস্পতিবার গণটিকাদান কর্মসূচি উপলক্ষে গুলশান-২ থেকে শুরু হওয়া ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘টিকা নিতে কোনো পয়সা দিতে হবে না। অনেকে প্রয়োজনীয় কাগজ না থাকায় টিকা পেতে সমস্যায় পড়ছেন। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও টিকা নিতে পারবেন। আমরা চাই, সবাই টিকা নিক। নিজে বাঁচলে বাপের নাম। তবে মার্চের ১ তারিখ থেকে যাদের টিকার কার্ড থাকবে না, তাদের দোকান বন্ধ হয়ে যাবে। এ জন্য অবশ্যই প্রথম ডোজের সার্টিফিকেট লাগবে। আর সিটি করপোরেশনের নাগরিক সেবার জন্য আমাদের স্লোগান ‘নো টিকা, নো সার্ভিস’। ১৮ বছরের নিচে এবং ১২ বছরের বেশি বয়সীদের জন্য আলাদা বুথ করা হয়েছে। তারা পাবে ফাইজার টিকা। আর ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন সিনোভ্যাক।’
ডিএনসিসি সূত্র বলছে, গতকাল থেকে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন টিকা দেওয়া হয়েছে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৯ হাজার মানুষকে। তবে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক প্রচার উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এই টিকাদান চলবে ২৬ তারিখ পর্যন্ত। তবে শেষ দিন ২৬ মার্চ বড় পরিসরে টিকা দেওয়া হবে প্রত্যেক ওয়ার্ডের নয়টি কেন্দ্রে। ওই দিন ডিএনসিসির ৪৮৬ কেন্দ্রে দেওয়া হবে টিকা। চার দিনের টিকাদানের কর্মসূচিতে ডিএনসিসির ২ লাখ ৪৩ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনিবার—এই তিন দিন ডিএনসিসি এলাকায় গাড়িতে করে প্রচার চালাবে বাউল দল। একই সঙ্গে বিতরণ করা হবে মাস্ক। টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা বিশেষ কার্ড পাবেন। প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারলে পরে অনলাইনে টিকা সনদ নিতে পারবেন।’
ডিএনসিসি জনসচেতনতামূলক শোভাযাত্রায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
৪১ মিনিট আগে