ছয়মাস বয়সী সিদরাতুল মুনতাহা ও তার মায়ের জন্য এবারের ঈদটা ছিল দুঃসহ যন্ত্রণার। তিনমাস আগে মুনতাহার বাবা মাওলানা মো. মোশাররফ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন মাদরাসার প্রভাষক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর ফাতেমা তুজ যোহরা পড়ে যান অথৈ সাগরে। তবে গ্রামবাসী এগিয়ে আসায় তাঁর মুখে ফুটেছে ঈদের হাসি।
ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ছিলেন মো. মোশাররফ হোসেন। বাড়ি মাদ্রাসার কাছেই আষাঢ়িয়াচালা গ্রামে। গত বছরের শেষের দিকে তাঁর ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের সন্তান চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ঋণ করেছিলেন। গত ৭ এপ্রিল তিনি মারা যান। অসহায় হয়ে পড়েন স্ত্রী ফাতেমা তুজ যোহরা (২১) ও ছয়মাসের কন্যা সিদরাতুল মুনতাহা।
এলাকার সন্তান মাওলানা মোশাররফের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল স্থানীয় বেসরকারি সংস্থা সোস্যাল এইড বাংলাদেশ (সাব)। এর মধ্যে মারা যান মোশাররফ। সাব–এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে মাওলানা মোশাররফ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর শিশু সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য সাব ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় তাঁদের হাতে সাড়ে পাঁচ লাখ টাকার চেক তুলে দিলাম।
গত বৃহস্পতিবার (২২ জুলাই) ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া মায়ের কোলে বসে থাকা সিদরাতুল মুনতাহার হাতে চেক তুলে দেন। এসময় সাব–এর সভাপতি ড. সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. বাহাদুর কবির, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চেক পাওয়ার পর মোশাররফ হোসেনের স্ত্রী ফাতেমা তুজ যোহরা আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের জন্য গ্রামবাসীর এই ভালোবাসার কথা কোনোদিন ভুলতে পারব না।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে