Ajker Patrika

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ২১ কিলোমিটারজুড়ে যানজট 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ২১ কিলোমিটারজুড়ে যানজট 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বন্দরের জাঙ্গাল এলাকা থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা হয়ে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ২১ কিলোমিটারজুড়ে যানজট রয়েছে। এতে তীব্র দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। 

শুক্রবার (১৪ জুন) রাত ১১টায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। আল আমিন নামের এক যাত্রী বলেন, তীব্র যানজটের কারণে মদনপুর থেকে কাঁচপুর আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগে গেল। যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি সময় লাগে না। 

শাহানাজ আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘মহাসড়কে এমন জ্যাম আগে কখনো দেখিনি। একদিকে তীব্র গরম, আরেকদিকে জ্যাম। গ্রামে ঈদ পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের!’

ইসরাফিল হোসেন নামের এক যাত্রী ঢাকার ওয়ারী যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে রওনা দেন। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি ১ ঘণ্টা হয়েছে বাসে উঠেছি, এখনো মাতুয়াইল বসে আছি।’

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তিএ বিষয়ে শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। আশা করি, খুব শিগগিরই পুরো মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত