নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। কাঠগড়া থেকে গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ বুধবারের এই ঘটনা সম্পর্কে ট্রাইব্যুনালে আসামিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কনস্টেবল সাইফুর রহমান বলেন, ‘মামলার শুনানি শেষ হওয়ার পর আসামিকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানায় নিতে যাই। আসামির নাম জিজ্ঞাসা করি। কিছু না বলে আসামি কাঠগড়ার এক পাশে সরে যান। কিছুক্ষণ পর তাঁকে মাটিতে পড়ে যেতে দেখি। ধরতে গিয়ে দেখি, তাঁর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। কাঠগড়ার মধ্যে একটি ব্লেড পড়ে থাকতে দেখি।’
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, মুন্নার (২১) শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজধানীর কদমতলী থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি মুন্না। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। বারবার জামিন আবেদন করার পরও তিনি জামিন পাননি। আজ ওই মামলার ভুক্তভোগী আদালতে সাক্ষ্য দেন। তিনি আদালতকে জানান, মুন্নার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। সাক্ষ্য নেওয়া শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে ব্লেড দিয়ে গলায় পোচ দেন মুন্না।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ জানান, ২০২২ সালের জুনে কদমতলীতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে মুন্নার বিরুদ্ধে। ওই অভিযোগে মেয়েটির বাবা মামলা করেছিলেন।
এই মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে জানিয়ে সাজ্জাদ হোসেন জানান, এর মধ্যে আসামিপক্ষ ভুক্তভোগীকে পুনরায় জেরার আবেদন করেন। আজ তাঁকে জেরা করা হয়। ভুক্তভোগী জেরায় বলেছেন, তাঁর সঙ্গে মুন্নার কোনো সম্পর্ক ছিল না।
আসামির বাবা আব্দুল আলী সাংবাদিকদের বলেন, ‘কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সে গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।’

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। কাঠগড়া থেকে গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ বুধবারের এই ঘটনা সম্পর্কে ট্রাইব্যুনালে আসামিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কনস্টেবল সাইফুর রহমান বলেন, ‘মামলার শুনানি শেষ হওয়ার পর আসামিকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানায় নিতে যাই। আসামির নাম জিজ্ঞাসা করি। কিছু না বলে আসামি কাঠগড়ার এক পাশে সরে যান। কিছুক্ষণ পর তাঁকে মাটিতে পড়ে যেতে দেখি। ধরতে গিয়ে দেখি, তাঁর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। কাঠগড়ার মধ্যে একটি ব্লেড পড়ে থাকতে দেখি।’
ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, মুন্নার (২১) শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজধানীর কদমতলী থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি মুন্না। দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। বারবার জামিন আবেদন করার পরও তিনি জামিন পাননি। আজ ওই মামলার ভুক্তভোগী আদালতে সাক্ষ্য দেন। তিনি আদালতকে জানান, মুন্নার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। সাক্ষ্য নেওয়া শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে ব্লেড দিয়ে গলায় পোচ দেন মুন্না।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ জানান, ২০২২ সালের জুনে কদমতলীতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে মুন্নার বিরুদ্ধে। ওই অভিযোগে মেয়েটির বাবা মামলা করেছিলেন।
এই মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে জানিয়ে সাজ্জাদ হোসেন জানান, এর মধ্যে আসামিপক্ষ ভুক্তভোগীকে পুনরায় জেরার আবেদন করেন। আজ তাঁকে জেরা করা হয়। ভুক্তভোগী জেরায় বলেছেন, তাঁর সঙ্গে মুন্নার কোনো সম্পর্ক ছিল না।
আসামির বাবা আব্দুল আলী সাংবাদিকদের বলেন, ‘কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সে গলায় ব্লেডের পোচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে