নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের হেফাজতে মারা যাওয়া জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ।
ওসি মোরশেদ জানান, লালবাগ থেকে হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত লাখ টাকা।
তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি সে মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি মোরশেদ আরও বলেন, রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে। তারা আদালতে শোন অ্যারেস্ট আবেদন করবেন। লালবাগ থানায় রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে আর কেউ জড়িত কি জানতে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত এক ঐতিহাসিক রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে হাইকোর্টে আপিল করায় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশের হেফাজতে মারা যাওয়া জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ।
ওসি মোরশেদ জানান, লালবাগ থেকে হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত লাখ টাকা।
তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি সে মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি মোরশেদ আরও বলেন, রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে। তারা আদালতে শোন অ্যারেস্ট আবেদন করবেন। লালবাগ থানায় রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে আর কেউ জড়িত কি জানতে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত এক ঐতিহাসিক রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে হাইকোর্টে আপিল করায় বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেপ্তার করল পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১৪ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
২০ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে