আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরকে (এস কে সুর) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুপুরের পর তাঁকে আটক করে।
বিকেলেই তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. জাকির হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দুদকের প্রসিকিউশন দপ্তরের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে একটি নন সাবমিশন মামলা দায়ের করে কমিশন।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে দুদক। এরপর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। এস কে সুরের স্ত্রী-সন্তানদের বিরুদ্ধেও মামলা করা হয়।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
অভিযোগ আছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।
এ ছাড়া পিকে হালদার সংশ্লিষ্টরা আদালতে জবানবন্দিতে বলেছেন অর্থের বিনিময়ে এস কে সুর পিকে হালদারকে সহযোগিতা করতেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরকে (এস কে সুর) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুপুরের পর তাঁকে আটক করে।
বিকেলেই তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. জাকির হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে দুদকের প্রসিকিউশন দপ্তরের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে একটি নন সাবমিশন মামলা দায়ের করে কমিশন।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুরকে তলব করে দুদক। এরপর সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। এস কে সুরের স্ত্রী-সন্তানদের বিরুদ্ধেও মামলা করা হয়।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
অভিযোগ আছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।
এ ছাড়া পিকে হালদার সংশ্লিষ্টরা আদালতে জবানবন্দিতে বলেছেন অর্থের বিনিময়ে এস কে সুর পিকে হালদারকে সহযোগিতা করতেন।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১১ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৬ মিনিট আগে