হরিরামপুর (মানিকগঞ্জ)

বাজারের দোকানে দোকানে ঘুরে টাকা তুলছে এক হাতি। আর হাতির পিঠে থাকা মাহুত নানা রকমের শব্দ করে ও নির্দেশ দিয়ে হাতিকে পরিচালনা করছেন। টাকার জন্য হাতি তার শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। আবার কখনো মূল সড়কের যানবাহনের যাত্রীদের দিকে। কোনো দোকানদার নিজের ইচ্ছায়, আবার কেউ কেউ ভয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন টাকা। একই অবস্থা যাত্রীদের। কম টাকাতে খুশি নয় ওই হাতি আর তার মাহুত। কমপক্ষে ১০০ টাকা ছাড়া কোনোভাবেই শান্ত হয় না হাতি। ১০০ টাকা দিলেই হাতির হাত থেকে মুক্তি মেলে দোকানদার এবং পথচারীদের।
প্রতিদিন এমন ঘটনা ঘটছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার, কাণ্ঠাপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে।
সরেজমিনে বুধবার ও বৃহস্পতিবার উপজেলার লেছড়াগঞ্জ এবং কান্ঠাপাড়া বাজারে গিয়ে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী অনেকেই হাতি দিয়ে টাকা আদায়ের এই প্রক্রিয়াকে চাঁদাবাজি হিসেবে অভিযোগ করেছেন। হাতির এমন টাকা তোলার ঘটনায় রীতিমতো বিরক্ত এলাকার লোকজন। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে ওই এলাকার দোকানদার এবং পথচারীদের।
হ্যালো বাইক চালক বাদল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়কে আমাদের হ্যালো বাইক, অটো বাইকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি করছে এই মাহুত। টাকা কি হাতির মাহুতের বাপদাদারা কামাইছে। সকলের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে ওই মাহুত। এর আগে এক নারী এবং শিশু যাত্রী ভয়ে প্রস্রাব করে দিছে, তারপরও ওই নারীর কাছ থেকে জোর করে ১০০ টাকা নেওয়া হয়।’
কাণ্ঠাপাড়া বাজারে মিষ্টি দোকানদার সুফল মন্ডল বলেন, ‘টাকার পরিমাণ কম হলে হাতি আবার নারাজ হয়। তখন মাহুতের শব্দ আর শুঁড়ের নাড়ানাড়ির ভয়ে আরেকটু বড় নোট দিয়ে হাতিকে বিদায় করতে হয়।’
হাতির মাহুত শাওন বলেন, ‘আমার বাড়ি বরিশাল লঞ্চ ঘাটে। আমি ঢাকা থেকে আসছি। দোকানদাররা যা দেয় তাই নেই। জোর করে কারও থেকে কোনো টাকা আদায় করি না।’
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘বিষয়টা আমার জানা ছিল না। এখন বিষয়টা জানলাম। ফোর্স পাঠিয়ে এর একটি স্থায়ী ব্যবস্থা নিচ্ছি।’

বাজারের দোকানে দোকানে ঘুরে টাকা তুলছে এক হাতি। আর হাতির পিঠে থাকা মাহুত নানা রকমের শব্দ করে ও নির্দেশ দিয়ে হাতিকে পরিচালনা করছেন। টাকার জন্য হাতি তার শুঁড় এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। আবার কখনো মূল সড়কের যানবাহনের যাত্রীদের দিকে। কোনো দোকানদার নিজের ইচ্ছায়, আবার কেউ কেউ ভয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন টাকা। একই অবস্থা যাত্রীদের। কম টাকাতে খুশি নয় ওই হাতি আর তার মাহুত। কমপক্ষে ১০০ টাকা ছাড়া কোনোভাবেই শান্ত হয় না হাতি। ১০০ টাকা দিলেই হাতির হাত থেকে মুক্তি মেলে দোকানদার এবং পথচারীদের।
প্রতিদিন এমন ঘটনা ঘটছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার, কাণ্ঠাপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে।
সরেজমিনে বুধবার ও বৃহস্পতিবার উপজেলার লেছড়াগঞ্জ এবং কান্ঠাপাড়া বাজারে গিয়ে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী অনেকেই হাতি দিয়ে টাকা আদায়ের এই প্রক্রিয়াকে চাঁদাবাজি হিসেবে অভিযোগ করেছেন। হাতির এমন টাকা তোলার ঘটনায় রীতিমতো বিরক্ত এলাকার লোকজন। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে ওই এলাকার দোকানদার এবং পথচারীদের।
হ্যালো বাইক চালক বাদল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়কে আমাদের হ্যালো বাইক, অটো বাইকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি করছে এই মাহুত। টাকা কি হাতির মাহুতের বাপদাদারা কামাইছে। সকলের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে ওই মাহুত। এর আগে এক নারী এবং শিশু যাত্রী ভয়ে প্রস্রাব করে দিছে, তারপরও ওই নারীর কাছ থেকে জোর করে ১০০ টাকা নেওয়া হয়।’
কাণ্ঠাপাড়া বাজারে মিষ্টি দোকানদার সুফল মন্ডল বলেন, ‘টাকার পরিমাণ কম হলে হাতি আবার নারাজ হয়। তখন মাহুতের শব্দ আর শুঁড়ের নাড়ানাড়ির ভয়ে আরেকটু বড় নোট দিয়ে হাতিকে বিদায় করতে হয়।’
হাতির মাহুত শাওন বলেন, ‘আমার বাড়ি বরিশাল লঞ্চ ঘাটে। আমি ঢাকা থেকে আসছি। দোকানদাররা যা দেয় তাই নেই। জোর করে কারও থেকে কোনো টাকা আদায় করি না।’
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘বিষয়টা আমার জানা ছিল না। এখন বিষয়টা জানলাম। ফোর্স পাঠিয়ে এর একটি স্থায়ী ব্যবস্থা নিচ্ছি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে