নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যার সময় সরকারকে সব ধরনের প্রাচুর্য অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত মানবিক সংকট মোকাবিলায় সর্বোচ্চ অর্থ ও খাদ্য বরাদ্দের দাবিতে নাগরিক সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু করে খুব ভালো কাজ করেছেন, কিন্তু তার উদ্বোধনের জন্য ওপারে ১০ লাখ লোকের সমাবেশ করে টাকার অপচয় করিয়েন না। ওই টাকাটা দিয়ে দরিদ্র মানুষের ঈদটাকে ভালোভাবে করতে দেন। দশ লক্ষ লোকের ঈদের কয়েকটা দিন কমপক্ষে ভালো করে যাবে।’
গণস্বাস্থ্যের ট্রাস্টি আরও বলেন, ‘শুধু ভালো কাজ করলেই হয় না। ভালো কাজের সুফলটা যেন বৃহত্তর জনগোষ্ঠী পায়, সেই ব্যবস্থা করতে হয়। পদ্মা সেতু করেছেন ভালো হয়েছে। কিন্তু লাভটা কার হয়েছে, বড় প্রতিষ্ঠানের? একটা অ্যাম্বুলেন্স সেতু দিয়ে যেতে হলে টোল দিতে হবে দ্বিগুণ হারে।’
‘বন্যা আসতেই পারে, কিন্তু বাংলাদেশকে না জানিয়ে, সতর্ক না করে ভারত সব গেট খুলে দিয়েছে। এটা একটা আন্তর্জাতিক অপরাধ করেছে তারা। এই সব জায়গায় যে কূটনৈতিকতার দরকার ছিল, তা আমরা পালন করি নাই। বরং এবারের বাজেটে পররাষ্ট্রবীদের উন্নয়নে অর্থ ব্যয় কমানো হয়েছে। তিস্তা চুক্তি না হলে ভারতের সঙ্গে সব সম্পর্ক বন্ধ রাখা উচিত এবং ভারতের সব বাঁধ সম্পর্কে যত দিন তারা বাংলাদেশকে তথ্য না দেবে, তত দিন তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার জায়গা নেই’ বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী।
অর্থমন্ত্রীর চাকরি অনেক দিন থাকবে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাজেট বইয়ে ১০ শতাংশই তিনি ব্যয় করেছেন প্রধানমন্ত্রীর স্তুতি গেয়ে। সুতরাং ওনার অনেক দিন চাকরি থাকবে।’
বাংলাদেশে দারিদ্র্য বাড়ার অন্যতম কারণ স্বাস্থ্যসেবায় অব্যবস্থা বলেও দাবি করেন ডা. জাফরুল্লাহ।

বন্যার সময় সরকারকে সব ধরনের প্রাচুর্য অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত মানবিক সংকট মোকাবিলায় সর্বোচ্চ অর্থ ও খাদ্য বরাদ্দের দাবিতে নাগরিক সংলাপে এ কথা বলেন তিনি।
প্রধান আলোচকের বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু করে খুব ভালো কাজ করেছেন, কিন্তু তার উদ্বোধনের জন্য ওপারে ১০ লাখ লোকের সমাবেশ করে টাকার অপচয় করিয়েন না। ওই টাকাটা দিয়ে দরিদ্র মানুষের ঈদটাকে ভালোভাবে করতে দেন। দশ লক্ষ লোকের ঈদের কয়েকটা দিন কমপক্ষে ভালো করে যাবে।’
গণস্বাস্থ্যের ট্রাস্টি আরও বলেন, ‘শুধু ভালো কাজ করলেই হয় না। ভালো কাজের সুফলটা যেন বৃহত্তর জনগোষ্ঠী পায়, সেই ব্যবস্থা করতে হয়। পদ্মা সেতু করেছেন ভালো হয়েছে। কিন্তু লাভটা কার হয়েছে, বড় প্রতিষ্ঠানের? একটা অ্যাম্বুলেন্স সেতু দিয়ে যেতে হলে টোল দিতে হবে দ্বিগুণ হারে।’
‘বন্যা আসতেই পারে, কিন্তু বাংলাদেশকে না জানিয়ে, সতর্ক না করে ভারত সব গেট খুলে দিয়েছে। এটা একটা আন্তর্জাতিক অপরাধ করেছে তারা। এই সব জায়গায় যে কূটনৈতিকতার দরকার ছিল, তা আমরা পালন করি নাই। বরং এবারের বাজেটে পররাষ্ট্রবীদের উন্নয়নে অর্থ ব্যয় কমানো হয়েছে। তিস্তা চুক্তি না হলে ভারতের সঙ্গে সব সম্পর্ক বন্ধ রাখা উচিত এবং ভারতের সব বাঁধ সম্পর্কে যত দিন তারা বাংলাদেশকে তথ্য না দেবে, তত দিন তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার জায়গা নেই’ বলে উল্লেখ করেন জাফরুল্লাহ চৌধুরী।
অর্থমন্ত্রীর চাকরি অনেক দিন থাকবে উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাজেট বইয়ে ১০ শতাংশই তিনি ব্যয় করেছেন প্রধানমন্ত্রীর স্তুতি গেয়ে। সুতরাং ওনার অনেক দিন চাকরি থাকবে।’
বাংলাদেশে দারিদ্র্য বাড়ার অন্যতম কারণ স্বাস্থ্যসেবায় অব্যবস্থা বলেও দাবি করেন ডা. জাফরুল্লাহ।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৫ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২২ মিনিট আগে