ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ইমরান হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, রাতে বিজয় সরণির লাভ রোড পদচারী সেতুর ঢালে সিএনজিটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
এসআই আরও জানান, সিএনজিতে আর কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পরপরই চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, মৃত ইমরানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তাঁর বাবার নাম মফিজ। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন।
এদিকে কদমতলীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন—মো. মামুন (৩২), তাঁর স্ত্রী সুমা বেগম (২৬), চার বছরের মেয়ে জান্নাতী এবং অটোরিকশাচালক হাবিবুর রহমান (৫৫)।
আহত মামুন জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়। তাঁদের মেয়ে জান্নাতী অসুস্থ। সকালে জান্নাতীকে নিয়ে অটোরিকশায় মিরপুর–১৪ নম্বরের একটি হাসপাতালে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে রায়েরবাগ ব্রিজের ঢালে আসলে অনাবিল পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ চারজনই আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ইমরান হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, রাতে বিজয় সরণির লাভ রোড পদচারী সেতুর ঢালে সিএনজিটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।
এসআই আরও জানান, সিএনজিতে আর কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পরপরই চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, মৃত ইমরানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তাঁর বাবার নাম মফিজ। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন।
এদিকে কদমতলীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন—মো. মামুন (৩২), তাঁর স্ত্রী সুমা বেগম (২৬), চার বছরের মেয়ে জান্নাতী এবং অটোরিকশাচালক হাবিবুর রহমান (৫৫)।
আহত মামুন জানান, তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়। তাঁদের মেয়ে জান্নাতী অসুস্থ। সকালে জান্নাতীকে নিয়ে অটোরিকশায় মিরপুর–১৪ নম্বরের একটি হাসপাতালে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে রায়েরবাগ ব্রিজের ঢালে আসলে অনাবিল পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ চারজনই আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে