
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আটকের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে। আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় তারা।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিএমপির বাসন থানার পুলিশ আটক করে। পরে রাতে তার দুই অভিভাবক থানায় এসে আর এ ধরনের অপরাধ করবে না এই মর্মে অঙ্গীকার করলে অভিভাবকদের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।’
‘পরে থানা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক বাসন থানায় হামলা চালিয়ে একটি পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় মহানগর পুলিশের দুজন কর্মকর্তা মাথায় আঘাত পান।’
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বোঝানো হয়েছে। এরপর এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে