ঢামেক প্রতিবেদক

রাজধানীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে চিকিৎসাধীন আতাহার আলী (৩৫) মারা গেছেন। তাঁর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আতাহারের স্ত্রী মুক্তা খাতুন (৩০)।
গত রোববার দিবাগত রাত ২টার দিকে মাতবর বাজার সলিমুল্লাহ রোড মন্নান মাস্টারের ৪ তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
আতাহারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল আতাহারের। তাঁর মেয়ে আফসানা (৫) ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। আতাহারের স্ত্রী মুক্তার বাবা আলতাফ সিকদার (৭০), মা মর্জিনা বেগমকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা আলতাফ শিকদারের শ্যালক মো. মাহবুব ঘটনার দিন জানান, ওই রাতে তিনি খবর পান, আলতাফ শিকদারের বাসায় বিস্ফোরণ হয়েছে। তখন তিনি ওই বাসায় গিয়ে অন্যদের সহযোগিতায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, ওই বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তবে সকালে লাইনে গ্যাস থাকে না। সকালে খাওয়ার জন্য মধ্যরাতেই তাঁরা রান্না করে রাখেন। তাঁর ধারণা, নিচতলার বাসায় রাতে লিকেজ হয়ে ভেতরে গ্যাস জমে ছিল। মধ্যরাতে রান্নার সময় সেখান থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
আতাহারের ভাই দেলোয়ার হোসেন জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গজালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল হক। আতাহার গ্রামে অটোরিকশা চালাতেন। এক সপ্তাহ আগে স্ত্রী মুক্তা খাতুন ও মেয়েকে নিয়ে জুরাইনে শ্বশুরের বাসায় বেড়াতে এসেছিলেন।

রাজধানীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে চিকিৎসাধীন আতাহার আলী (৩৫) মারা গেছেন। তাঁর শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান আতাহারের স্ত্রী মুক্তা খাতুন (৩০)।
গত রোববার দিবাগত রাত ২টার দিকে মাতবর বাজার সলিমুল্লাহ রোড মন্নান মাস্টারের ৪ তলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
আতাহারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল আতাহারের। তাঁর মেয়ে আফসানা (৫) ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। আতাহারের স্ত্রী মুক্তার বাবা আলতাফ সিকদার (৭০), মা মর্জিনা বেগমকে (৫৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা আলতাফ শিকদারের শ্যালক মো. মাহবুব ঘটনার দিন জানান, ওই রাতে তিনি খবর পান, আলতাফ শিকদারের বাসায় বিস্ফোরণ হয়েছে। তখন তিনি ওই বাসায় গিয়ে অন্যদের সহযোগিতায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, ওই বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তবে সকালে লাইনে গ্যাস থাকে না। সকালে খাওয়ার জন্য মধ্যরাতেই তাঁরা রান্না করে রাখেন। তাঁর ধারণা, নিচতলার বাসায় রাতে লিকেজ হয়ে ভেতরে গ্যাস জমে ছিল। মধ্যরাতে রান্নার সময় সেখান থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
আতাহারের ভাই দেলোয়ার হোসেন জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গজালিয়া গ্রামে। বাবার নাম আব্দুল হক। আতাহার গ্রামে অটোরিকশা চালাতেন। এক সপ্তাহ আগে স্ত্রী মুক্তা খাতুন ও মেয়েকে নিয়ে জুরাইনে শ্বশুরের বাসায় বেড়াতে এসেছিলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৩০ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৭ মিনিট আগে