নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে