নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।
অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।
এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের জন্য বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। আজ রোববার থেকে দুই দিনব্যাপী এই বিজনেস ইংলিশ কোর্স শুরু হয়েছে। ইউজিসি আয়োজিত বিজনেস ইংলিশ কোর্সের উদ্বোধন করেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, ইংরেজির গুরুত্ব বিবেচনায় প্রাথমিক স্তর থেকে বাংলাদেশে ইংরেজি ভাষা শেখানো হয়। ইংরেজি ভাষার জ্ঞান ও দক্ষতা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকরভাবে যোগাযোগ করা যায়। উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসিকে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রায়ই যোগাযোগ করতে হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানো গেলে ইউজিসির কর্মকর্তারা বিদেশি এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হবেন।
অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল নানাবিধ সহযোগিতা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ইউজিসির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিজনেস ইংলিশ কোর্সের আয়োজন করা হয়েছে। আশা করি, ইউজিসিতে কর্মরতদের জন্য ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ইংলিশ কোর্স খুবই ফলপ্রসূ হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং সঠিকভাবে ইংলিশে যোগাযোগ করতে এটি সাহায্য করবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্স থেকে ইউজিসির কর্মকর্তারা বিদেশি ভাষা হিসেবে ইংলিশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।
এই প্রশিক্ষণ কোর্স ইউজিসির দক্ষ জনবল তৈরিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে এবং ইউজিসির সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ও ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণে ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৪ ঘণ্টা আগে