ঢাবি সংবাদদাতা
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানবতার প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে নানা শ্রেণি–পেশার মানুষ আসছে এ কর্মসূচিতে যোগ দিতে।
আজ শনিবার বিকেল ৩টায় শুরু হবে এ কর্মসূচি। ভোর থেকেই শুরু হয় মানুষের আগমন। কপালে ফিলিস্তিনের পতাকা বাঁধা, কণ্ঠে ফিলিস্তিনের মুক্তির স্লোগান—ছোট–বড় মিছিল নিয়ে এসে যোগ দিচ্ছেন মানুষ।
সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়ও মানুষের ভিড় তৈরি হয়েছে। রাজু ভাস্কর্যের ওপরে এবং পাদদেশে দল বেঁধে স্লোগান দিচ্ছেন তাঁরা। সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাশে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মঞ্চের সামনে বিশালাকারের একটি পতাকাকে ঘিরে স্লোগান দিচ্ছেন অনেকে।
ভলান্টিয়াররা জানান, বিকেল নাগাদ রাজধানীসহ দেশের নানা প্রান্তের মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠবে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা। শৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন ভাগে কাজ করছেন তাঁরা। কোনো রকম বিশৃঙ্খলা হবে না বলে আশা করছেন তাঁরা।
এদিকে কর্মসূচি ঘিরে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই রাজধানীর বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
এর আগে গত সোমবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আহ্বান করে ‘সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এতে সংহতি জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুরুতে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার কর্মসূচি দেন তাঁরা। পরে এ কর্মসূচি পরিবর্তন করে শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দেওয়া হয়।
এ দিকে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস এবং ভিডিও বার্তা দিয়েছেন। এর মধ্যে আছেন—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রমুখ।
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানবতার প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। দেশের নানা প্রান্ত থেকে নানা শ্রেণি–পেশার মানুষ আসছে এ কর্মসূচিতে যোগ দিতে।
আজ শনিবার বিকেল ৩টায় শুরু হবে এ কর্মসূচি। ভোর থেকেই শুরু হয় মানুষের আগমন। কপালে ফিলিস্তিনের পতাকা বাঁধা, কণ্ঠে ফিলিস্তিনের মুক্তির স্লোগান—ছোট–বড় মিছিল নিয়ে এসে যোগ দিচ্ছেন মানুষ।
সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়ও মানুষের ভিড় তৈরি হয়েছে। রাজু ভাস্কর্যের ওপরে এবং পাদদেশে দল বেঁধে স্লোগান দিচ্ছেন তাঁরা। সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পাশে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মঞ্চের সামনে বিশালাকারের একটি পতাকাকে ঘিরে স্লোগান দিচ্ছেন অনেকে।
ভলান্টিয়াররা জানান, বিকেল নাগাদ রাজধানীসহ দেশের নানা প্রান্তের মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠবে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা। শৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন ভাগে কাজ করছেন তাঁরা। কোনো রকম বিশৃঙ্খলা হবে না বলে আশা করছেন তাঁরা।
এদিকে কর্মসূচি ঘিরে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই রাজধানীর বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
এর আগে গত সোমবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আহ্বান করে ‘সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এতে সংহতি জানায় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুরুতে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার কর্মসূচি দেন তাঁরা। পরে এ কর্মসূচি পরিবর্তন করে শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দেওয়া হয়।
এ দিকে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস এবং ভিডিও বার্তা দিয়েছেন। এর মধ্যে আছেন—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রমুখ।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেনের ইঞ্জিন থেকে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, চোর চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় যুবদল নেতা সোহরাব হোসেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীর ১৫টি হাটবাজার থেকে গতবারের চেয়ে কয়েক গুণ বেশি খাজনা আদায়ের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে। এতে সব কটি বাজারে অসন্তোষ দেখা দিয়েছে। বাড়তি খাজনার কারণে পণ্যের দামও বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।
৩ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে এক পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রামীণ সড়কের গাইডওয়াল খুলে নিজ বাড়ির পুকুরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
৪ ঘণ্টা আগেদেশে পেঁয়াজের সবচেয়ে বড় সংগ্রহ হয় হালি পেঁয়াজ থেকে। এই পেঁয়াজের আবাদ হয় ডিসেম্বর-জানুয়ারিতে আর খেত থেকে তোলা হয় মার্চ-এপ্রিলে। সেই হিসেবে হালি পেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে