নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁরা হলেন মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন। একই সঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুজনের আপিল ও খালাস পাওয়া দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত ২১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সরওয়ার আহমেদ ও মোশতাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। হাইকোর্টে খালাস পাওয়াদের মধ্যে একজনকে আমৃত্যু, অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও আসামি মোহাম্মদ আলী মুন্না জামিনে থাকায় তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালের ২৩ মে সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আশিকুর রহমান অপু। ওই ঘটনায় নিহতের বোন সূত্রাপুর থানায় মামলা করেন। বিচার শেষে ২০১২ সালের ১৩ মার্চ দুই আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
হাইকোর্ট ২০১৮ সালে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে খালাস দেওয়া হয়। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামির বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট।
পরে মৃত্যুদণ্ড বহাল থাকা মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন আবেদন করেন আপিল বিভাগে। অন্যদিকে হাইকোর্টে দুজনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

রাজধানীর সূত্রাপুরের আশিকুর রহমান খান অপু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁরা হলেন মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন। একই সঙ্গে হাইকোর্টে খালাস পাওয়া ইফতেখার বেগ ঝলককে আমৃত্যু কারাদণ্ড ও খালাস পাওয়া অপর আসামি মোহাম্মদ আলী মুন্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ড বহাল থাকা দুজনের আপিল ও খালাস পাওয়া দুজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এর আগে গত ২১ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সরওয়ার আহমেদ ও মোশতাক আহমেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। হাইকোর্টে খালাস পাওয়াদের মধ্যে একজনকে আমৃত্যু, অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে তিনজন কারাগারে থাকলেও আসামি মোহাম্মদ আলী মুন্না জামিনে থাকায় তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালের ২৩ মে সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আশিকুর রহমান অপু। ওই ঘটনায় নিহতের বোন সূত্রাপুর থানায় মামলা করেন। বিচার শেষে ২০১২ সালের ১৩ মার্চ দুই আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
হাইকোর্ট ২০১৮ সালে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে খালাস দেওয়া হয়। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামির বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট।
পরে মৃত্যুদণ্ড বহাল থাকা মঞ্জুরুল আবেদীন রাসেল ও নওশাদ হোসেন মোল্লা রবিন আবেদন করেন আপিল বিভাগে। অন্যদিকে হাইকোর্টে দুজনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে