উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক হওয়া কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম ।
এর আগে উত্তরার আব্দুল্লাহপুরে শনিবার রাত ৯টার দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জাহিদুল ইসলামকে অনন্যা পরিবহনের একটি বাসসহ আটক করে জনতা।
মামলার এজাহারে কনস্টেবল হারুন অর রশিদ উল্লেখ করেন, আব্দুল্লাহপুরে ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময়ে অনন্যা পরিবহনের একটি বাস উল্টো পথে প্রবেশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন বাস ড্রাইভারকে উল্টো পথে প্রবেশ করার কারণ জিজ্ঞাসা করলে জাহিদ গাড়ি থেকে নেমে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের টঙ্গীর কাউন্টার মাস্টার পরিচয় দিয়ে আমাকে ধাক্কা মারতে থাকে। ধাক্কা দিতে নিষেধ করলে জাহিদ ইউনিফর্মে থাকা নেম প্লেট ভেঙে ফেলে। পরে শার্টের কলার ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। আর বলতে থাকে, তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। পরে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।
ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাসকে সিগন্যাল দেওয়ার পরই ওই কাউন্টার মাস্টার পুলিশ কনস্টেবলের শরীরের হাত দেয়। তখন পাশের এক লোক সেটি দেখে বাধা দিলে তাকেও কিল-ঘুষি মেরে আহত করে। পরে আরেকটি পিকআপ ভ্যানের সামনে এসে দাঁড়ালে সেটিরও গ্লাস ভেঙে ফেলে।’
টিআই মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ট্রাফিক কনস্টেবল হারুন অর রশিদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক হওয়া অনন্যা ক্ল্যাসিক পরিবহনের গাড়িটি আটক ও টঙ্গীর কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে ভুক্তভোগী পুলিশ কনস্টেবল বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশের গায়ে হাত তোলা ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’
ওসি মাসুদ বলেন, ‘রোববার সকালে গ্রেপ্তার হওয়া ওই কাউন্টার মাস্টারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

রাজধানীর উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক হওয়া কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম ।
এর আগে উত্তরার আব্দুল্লাহপুরে শনিবার রাত ৯টার দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জাহিদুল ইসলামকে অনন্যা পরিবহনের একটি বাসসহ আটক করে জনতা।
মামলার এজাহারে কনস্টেবল হারুন অর রশিদ উল্লেখ করেন, আব্দুল্লাহপুরে ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময়ে অনন্যা পরিবহনের একটি বাস উল্টো পথে প্রবেশ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তখন বাস ড্রাইভারকে উল্টো পথে প্রবেশ করার কারণ জিজ্ঞাসা করলে জাহিদ গাড়ি থেকে নেমে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের টঙ্গীর কাউন্টার মাস্টার পরিচয় দিয়ে আমাকে ধাক্কা মারতে থাকে। ধাক্কা দিতে নিষেধ করলে জাহিদ ইউনিফর্মে থাকা নেম প্লেট ভেঙে ফেলে। পরে শার্টের কলার ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। আর বলতে থাকে, তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। পরে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।
ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য বাসকে সিগন্যাল দেওয়ার পরই ওই কাউন্টার মাস্টার পুলিশ কনস্টেবলের শরীরের হাত দেয়। তখন পাশের এক লোক সেটি দেখে বাধা দিলে তাকেও কিল-ঘুষি মেরে আহত করে। পরে আরেকটি পিকআপ ভ্যানের সামনে এসে দাঁড়ালে সেটিরও গ্লাস ভেঙে ফেলে।’
টিআই মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ট্রাফিক কনস্টেবল হারুন অর রশিদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আটক হওয়া অনন্যা ক্ল্যাসিক পরিবহনের গাড়িটি আটক ও টঙ্গীর কাউন্টার মাস্টার জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
অপরদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে ভুক্তভোগী পুলিশ কনস্টেবল বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় পুলিশের গায়ে হাত তোলা ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’
ওসি মাসুদ বলেন, ‘রোববার সকালে গ্রেপ্তার হওয়া ওই কাউন্টার মাস্টারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে