সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ‘আলী নূর পরিবহন’ নামে দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে এক মোটরসাইকেলে থাকা এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটিকে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই ঘটনা ঘটে।
‘আলী নূর পরিবহন’ নবীনগর-বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। দুটি বাসই বাইপাইল থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি যাচ্ছিল বিপরীত দিকে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২৫)। মা ও ছোট বোনের সঙ্গে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করতেন। স্থানীয় একটি দোকানে শিক্ষানবিশ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন মেহেদী। মেহেদীর বাবা মাজেদ বাহাদুর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একটি আরেকটির আগে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বাস দুটি পাশাপাশি ধাক্কা লাগছিল। এমন সময় দুই বাসের মাঝে চাপা পড়ে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের মানুষ ক্ষেপে গিয়ে বাস ভাঙচুর করে আগুন দেয়।
মেহেদীর বাবা মাজেদ বাহাদুর বলেন, ‘আমার ছেলে চলে গেছে। আমি চাই আর কারও ছেলে যেন এমনভাবে না হারায়। আমি জড়িতদের বিচার চাই। আমি মামলা দায়ের করেছি। ঢাকার ডেমরায় মেহেদীর নানিবাড়ি। সেখানেই মেহেদীর লাশ দাফন করা হবে।’
মেহেদীর সহকর্মী আসাদুল ইসলাম বলেন, ‘ভাবতে পারছি না মেহেদী নেই। এক সঙ্গে কাজ করলেও আমরা ছিলাম বন্ধুর মতো। মেহেদী মাত্র কাজ শিখছিল। আলী নূর পরিবহন খুব খারাপভাবে গাড়ি চালায়। আমি তাদের শাস্তি চাই।’
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত উদ্দিন বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে বাস দুটো পাল্লা দিচ্ছিল। একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় অপর পাশ থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মেহেদী মারা যায়। উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায়ে দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেহেদীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাসের চালকেরা পালিয়ে গেছে।’

সাভারের আশুলিয়ায় ‘আলী নূর পরিবহন’ নামে দুটি বাসের রেষারেষিতে চাপা পড়ে এক মোটরসাইকেলে থাকা এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটিকে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই ঘটনা ঘটে।
‘আলী নূর পরিবহন’ নবীনগর-বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। দুটি বাসই বাইপাইল থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি যাচ্ছিল বিপরীত দিকে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মেহেদী হাসান (২৫)। মা ও ছোট বোনের সঙ্গে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় বসবাস করতেন। স্থানীয় একটি দোকানে শিক্ষানবিশ ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন মেহেদী। মেহেদীর বাবা মাজেদ বাহাদুর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একটি আরেকটির আগে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বাস দুটি পাশাপাশি ধাক্কা লাগছিল। এমন সময় দুই বাসের মাঝে চাপা পড়ে একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের মানুষ ক্ষেপে গিয়ে বাস ভাঙচুর করে আগুন দেয়।
মেহেদীর বাবা মাজেদ বাহাদুর বলেন, ‘আমার ছেলে চলে গেছে। আমি চাই আর কারও ছেলে যেন এমনভাবে না হারায়। আমি জড়িতদের বিচার চাই। আমি মামলা দায়ের করেছি। ঢাকার ডেমরায় মেহেদীর নানিবাড়ি। সেখানেই মেহেদীর লাশ দাফন করা হবে।’
মেহেদীর সহকর্মী আসাদুল ইসলাম বলেন, ‘ভাবতে পারছি না মেহেদী নেই। এক সঙ্গে কাজ করলেও আমরা ছিলাম বন্ধুর মতো। মেহেদী মাত্র কাজ শিখছিল। আলী নূর পরিবহন খুব খারাপভাবে গাড়ি চালায়। আমি তাদের শাস্তি চাই।’
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত উদ্দিন বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে বাস দুটো পাল্লা দিচ্ছিল। একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় অপর পাশ থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মেহেদী মারা যায়। উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায়ে দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেহেদীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাসের চালকেরা পালিয়ে গেছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে