
পরকীয়ায় আসক্ত স্বামীর মামলায় কারাগার থেকে বেরিয়ে নিজ বাড়িতে ঢুকতে পারেননি গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারী। অবুঝ দুই শিশুসন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন উপজেলা ডাকবাংলোর পরিত্যক্ত ঘরে।
জানা যায়, ভুক্তভোগী নারীর নাম নাসরিন আক্তার। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে নিজের স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাভোগ শেষে বাড়িতে এসে দেখেন, স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন। বাধ্য হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওই নারী।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডাকবাংলোর পরিত্যক্ত ঘরের বারান্দায় কথা হয় ভুক্তভোগী সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে মানুষের বারান্দায়, খোলা আকাশের নিচে, থানা চত্বরে কাটছে তার সময়। অবুঝ দু’টি কন্যা শিশু নিয়ে আজ রাত এখানেই কাটাবেন।
ভুক্তভোগী জানান, ‘তার স্বামী সুকৌশলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের পরামর্শে আমাকে মিথ্যা মামলায় প্রথমে কারাগারে পাঠায়। এরপর বিয়ে করে। কারাবাস শেষে বাড়িতে এসে দেখি ঘরে স্বামীর নতুন বউ। এখন আমি অবুঝ দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া।’
তিনি আর জানান, ‘কেউ আশ্রয় দিলে তাকেও আমার স্বামী ও আওয়ামী লীগ নেতা রীতিমতো হুমকি–ধামকি দেয়। যার কারণে কেউ আশ্রয় দেয়নি। কোনো দোকানপাটে দাঁড়ালেও তোফাজ্জলের লোকজন ভিডিও করে। এরপর ওই দোকানিকে ডেকে হুমকি দেয়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। ওই নারীকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পরকীয়ায় আসক্ত স্বামীর মামলায় কারাগার থেকে বেরিয়ে নিজ বাড়িতে ঢুকতে পারেননি গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারী। অবুঝ দুই শিশুসন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন উপজেলা ডাকবাংলোর পরিত্যক্ত ঘরে।
জানা যায়, ভুক্তভোগী নারীর নাম নাসরিন আক্তার। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে নিজের স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাভোগ শেষে বাড়িতে এসে দেখেন, স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন। বাধ্য হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওই নারী।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডাকবাংলোর পরিত্যক্ত ঘরের বারান্দায় কথা হয় ভুক্তভোগী সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে মানুষের বারান্দায়, খোলা আকাশের নিচে, থানা চত্বরে কাটছে তার সময়। অবুঝ দু’টি কন্যা শিশু নিয়ে আজ রাত এখানেই কাটাবেন।
ভুক্তভোগী জানান, ‘তার স্বামী সুকৌশলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের পরামর্শে আমাকে মিথ্যা মামলায় প্রথমে কারাগারে পাঠায়। এরপর বিয়ে করে। কারাবাস শেষে বাড়িতে এসে দেখি ঘরে স্বামীর নতুন বউ। এখন আমি অবুঝ দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া।’
তিনি আর জানান, ‘কেউ আশ্রয় দিলে তাকেও আমার স্বামী ও আওয়ামী লীগ নেতা রীতিমতো হুমকি–ধামকি দেয়। যার কারণে কেউ আশ্রয় দেয়নি। কোনো দোকানপাটে দাঁড়ালেও তোফাজ্জলের লোকজন ভিডিও করে। এরপর ওই দোকানিকে ডেকে হুমকি দেয়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। ওই নারীকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১০ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে