Ajker Patrika

ঢাবিতে বড় পর্দায় খেলা দেখতে বহিরাগতদের না আসার অনুরোধ কর্তৃপক্ষের

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২০: ৫৩
ঢাবিতে বড় পর্দায় খেলা দেখতে বহিরাগতদের না আসার অনুরোধ কর্তৃপক্ষের

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজনে বহিরাগতদের না আসার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিরাগতদের নিজ এলাকায়, বাসায় খেলা দেখারও অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল-২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়।

ক্যাম্পাসের শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা/এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত