
রাজবাড়ীর পাংশায় আবুল মহাজন নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত মঙ্গলবার তিনি তাঁর দুই মেয়েকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর ব্যক্তিগত কাজে মাছপাড়া বাজারে যান। বাড়ি ফিরে আসতে দেরি হলে তাঁকে খুঁজতে ওই প্রতিবেশীর বাড়িতে যায় তাঁর দুই মেয়ে। সেখানে যাওয়ার পর বৃষ্টিতে তাঁর দুই মেয়ে আটকা পড়ে। সে সময় অভিযুক্ত আবুল মহাজন তাঁর বড় মেয়েকে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে তাঁর মেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তিনি বাড়িতে এলে তাঁর মেয়ে সম্পূর্ণ ঘটনা তাঁকে জানায়। পরে বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। এরপর বৃহস্পতিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আবুল মহাজনের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি।
তবে আবুল মহাজনের ছেলে হাসান মাহমুদ বলেন, ‘অভিযোগকারী আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের অনেক আগে থেকেই জমিজমা, গাছকাটাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়। সেই সূত্রেই তারা আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, সত্যতা মিললে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হবে।’

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে