রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সঙ্গে বিশাল একটি শিল পড়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সময় শিলাটি পড়ে বলে জানান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই শিলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার হালিম বিশ্বাস বলেন, ‘বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি ওজন হবে পাঁচ কেজি।’
পথচারী অশোক কুমার শীল বলেন, ‘ঝড়বৃষ্টি থামার পর এখানে এসে শুনি বড় একটি শিল পড়েছে। শিলটি দেখার পরও বিশ্বাস করতে পারছি না এত বড় শিল পড়তে পারে!’
স্থানীয় সাংবাদিক মো. আল-আমিন হোসেন বলেন, ‘এত বড় শিল আমি জীবনেও দেখি নাই। আজই প্রথম দেখলাম। বৃষ্টি শেষে প্রেসক্লাব থেকে হইচই শুনতে পাই। এসে দেখি হালিম বিশ্বাস বড় একটি শিল হাতে ধরে দাঁড়িয়ে আছে।’
আল-আমিন হোসেন আরও বলেন, ‘শিলটি পড়ে ভেঙে যাওয়ার পরও তিন চার কেজি ওজন হবে। এক নজর শিলটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁরা এলেই বোঝা যাবে ঘটনাটি।’
রতন কুমার ঘোষ আরও বলেন, ‘শিলাটির ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। তবে শিলার আকৃতি দেখে মনে হচ্ছে এটা শিলা না। দেখতে মনে হচ্ছে বরফ কলে তৈরি বরফের মতো। এরপরও আমাদের প্রতিনিধি দল আসলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।’
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘পাঁচ কেজি ওজনের শিলা পড়েছে এমন খবর আমিও পেয়েছি। তবে এটার সত্যতা এখনো পাইনি।’
উল্লেখ্য, শিলা আকারে বড় হলেও সাধারণত ওজন অত বেশি হয় না। নথিবদ্ধ ইতিহাসে বিশ্বে সবচেয়ে বড় শিলাটি পড়েছিল বাংলাদেশের গোপালগঞ্জে জেলায়। ১৯৮৬ সালের কোনো একদিন ভয়াবহ শিলাবৃষ্টির মধ্যে ওই শিলাটি পড়েছিল, এর ওজন ছিল ১ দশমিক ০২ কেজি।

রাজবাড়ীর পাংশায় বৃষ্টির সঙ্গে বিশাল একটি শিল পড়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বৃষ্টির সময় শিলাটি পড়ে বলে জানান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই শিলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার হালিম বিশ্বাস বলেন, ‘বিকেলে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ আমার দোকানের পাশে বিশাল বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি ওজন হবে পাঁচ কেজি।’
পথচারী অশোক কুমার শীল বলেন, ‘ঝড়বৃষ্টি থামার পর এখানে এসে শুনি বড় একটি শিল পড়েছে। শিলটি দেখার পরও বিশ্বাস করতে পারছি না এত বড় শিল পড়তে পারে!’
স্থানীয় সাংবাদিক মো. আল-আমিন হোসেন বলেন, ‘এত বড় শিল আমি জীবনেও দেখি নাই। আজই প্রথম দেখলাম। বৃষ্টি শেষে প্রেসক্লাব থেকে হইচই শুনতে পাই। এসে দেখি হালিম বিশ্বাস বড় একটি শিল হাতে ধরে দাঁড়িয়ে আছে।’
আল-আমিন হোসেন আরও বলেন, ‘শিলটি পড়ে ভেঙে যাওয়ার পরও তিন চার কেজি ওজন হবে। এক নজর শিলটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, ‘বিষয়টি আমি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তাঁরা এলেই বোঝা যাবে ঘটনাটি।’
রতন কুমার ঘোষ আরও বলেন, ‘শিলাটির ছবি সামাজিক মাধ্যমে দেখেছি। তবে শিলার আকৃতি দেখে মনে হচ্ছে এটা শিলা না। দেখতে মনে হচ্ছে বরফ কলে তৈরি বরফের মতো। এরপরও আমাদের প্রতিনিধি দল আসলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।’
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘পাঁচ কেজি ওজনের শিলা পড়েছে এমন খবর আমিও পেয়েছি। তবে এটার সত্যতা এখনো পাইনি।’
উল্লেখ্য, শিলা আকারে বড় হলেও সাধারণত ওজন অত বেশি হয় না। নথিবদ্ধ ইতিহাসে বিশ্বে সবচেয়ে বড় শিলাটি পড়েছিল বাংলাদেশের গোপালগঞ্জে জেলায়। ১৯৮৬ সালের কোনো একদিন ভয়াবহ শিলাবৃষ্টির মধ্যে ওই শিলাটি পড়েছিল, এর ওজন ছিল ১ দশমিক ০২ কেজি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৮ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩১ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে