সোনারগাঁয়ে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিন ভাইকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁ থানার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার শাফিউদ্দিনের ছেলে মিজানুরের সঙ্গে একই এলাকার আব্দুল জব্বারের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে লাধুরচর টিটির বাড়ি এলাকায় আনোয়ার হোসেনের নেতৃত্বে রফিকুল, অলু মিয়া, শহিদুল্লাহ, আলী আকবর, আসিফ, শরিফসহ আরও অজ্ঞাত ৪-৫ জন ভুক্তভোগী মিজানকে একা পেয়ে তাঁর পথ গতিরোধ করে। এ সময় তাঁরা মিজানকে এলোপাতাড়ি কিল, ঘুষি, ধারালো অস্ত্র, লোহার রডসহ লাঠিসোঁটা নিয়ে পিটিয়ে জখম করে। এরপর মিজানের আর্তচিৎকারে তাঁর ছোট দুই ভাই শাহিন ও আল আমিন ছুটে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে এলাকার লোকজন ও ভুক্তভোগীর স্বজনেরা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এলাকাবাসী বলছে, আনোয়ার হোসেন এলাকার সাবেক ইউপি সদস্য। তিনি ও তাঁর ভাইয়েরা এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। তাঁদের অত্যাচারে এলাকার নিরীহ লোকজন অতিষ্ঠ।
আহত মিজান বলছে, ‘আনোয়ার মেম্বার অহেতুক আমার ও আমার ভাইদের ওপর হামলা চালিয়েছে। আমাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তারা সব ভাই খারাপ প্রকৃতির লোক।’
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, ‘মিজানসহ তাঁর ভাইয়েরা এলাকায় নেশা করে। তাদের বাধা দিতে গেলে তাঁরা আমাদের ওপর হামলা করে আমাদের লোকজনদের আহত করে।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে