উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তুরাগের ধরঙ্গেরটেক এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।
অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে তুরাগ থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার একটি সাততলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন এবং একটি চারতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হওয়ার পরেও অনেক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবন তৈরির জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নিলেও তারা নিয়ম অনুযায়ী ভবন তৈরি করেনি। রাজউকের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ভবনমালিকেরা এসব তৈরি করেছেন, যার কারণে চলাচলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি।’
তিনি বলেন, ‘এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে।’
ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘আমরা শুধু ব্যত্যয়কৃত ভবনমালিকদের দণ্ডিত করেছি তা নয়, একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।’
অভিযানকালে রাজউক ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর তুরাগে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তুরাগের ধরঙ্গেরটেক এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।
অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে তুরাগ থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার একটি সাততলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন এবং একটি চারতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হওয়ার পরেও অনেক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবন তৈরির জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নিলেও তারা নিয়ম অনুযায়ী ভবন তৈরি করেনি। রাজউকের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ভবনমালিকেরা এসব তৈরি করেছেন, যার কারণে চলাচলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি।’
তিনি বলেন, ‘এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে।’
ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘আমরা শুধু ব্যত্যয়কৃত ভবনমালিকদের দণ্ডিত করেছি তা নয়, একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।’
অভিযানকালে রাজউক ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২৯ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে