শ্যামপুর ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও বেধড়ক মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তার ৫ জনকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং প্রকল্পে ওই সন্ত্রাসীরা সংবাদ সংগ্রহের ভিডিও ধারণের সময় ৫ জন সাংবাদিকের ওপর হামলা ও মারধর করে।
খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধারসহ ওই ৫ সন্ত্রাসীকে আটক করে। এ ঘটনায় সোমবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মো. জাহিদুল সরকার (৩৮), মো. সোহেল (৩৮), ফরিদ আহম্মেদ (৪০), মো. কামাল হোসেন (৫০) ও মো. সেলিম রেজা (৩১)। এ ঘটনায় জড়িত ইমরান (৩৫), প্লাবন (৪০) ও সবুজ (৩৩) সহ অজ্ঞাত ২-৩ জন পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন হাউজিং প্রকল্পের রাজন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর রাজউকের ইমারত আইন না মেনে ভবন নির্মাণের সচিত্র তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন আওয়ার বাংলাদেশ পত্রিকার বাদীসহ ৫ জন সাংবাদিক। অফিশিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সময় মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক সাংবাদিককে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরসহ গুরুতর জখম করে।’
তিনি আরও বলেন, ‘এ সময় বাদীর হাতে থাকা প্যানাসনিক পিভি ১০০ ক্যামেরা ও ক্যামেরার স্ট্যান্ড ভাঙাসহ একটি ব্লুটুথ চুরি করে সন্ত্রাসীরা। এতে আনুমানিক দুই লাখ ৬ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা সাংবাদিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ।’
ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত সাংবাদিক মো. শরিফুল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

রাজধানীর ডেমরায় সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও বেধড়ক মারধরের ঘটনার মামলায় গ্রেপ্তার ৫ জনকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং প্রকল্পে ওই সন্ত্রাসীরা সংবাদ সংগ্রহের ভিডিও ধারণের সময় ৫ জন সাংবাদিকের ওপর হামলা ও মারধর করে।
খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধারসহ ওই ৫ সন্ত্রাসীকে আটক করে। এ ঘটনায় সোমবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন মো. জাহিদুল সরকার (৩৮), মো. সোহেল (৩৮), ফরিদ আহম্মেদ (৪০), মো. কামাল হোসেন (৫০) ও মো. সেলিম রেজা (৩১)। এ ঘটনায় জড়িত ইমরান (৩৫), প্লাবন (৪০) ও সবুজ (৩৩) সহ অজ্ঞাত ২-৩ জন পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন হাউজিং প্রকল্পের রাজন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর রাজউকের ইমারত আইন না মেনে ভবন নির্মাণের সচিত্র তথ্য অনুসন্ধানের কাজ করছিলেন আওয়ার বাংলাদেশ পত্রিকার বাদীসহ ৫ জন সাংবাদিক। অফিশিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে পেশাগত দায়িত্ব পালনের সময় মো. শরিফুল ইসলাম (৩৩) নামে এক সাংবাদিককে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লাঠি, লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরসহ গুরুতর জখম করে।’
তিনি আরও বলেন, ‘এ সময় বাদীর হাতে থাকা প্যানাসনিক পিভি ১০০ ক্যামেরা ও ক্যামেরার স্ট্যান্ড ভাঙাসহ একটি ব্লুটুথ চুরি করে সন্ত্রাসীরা। এতে আনুমানিক দুই লাখ ৬ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় ডাকচিৎকার শুনে সন্ত্রাসীরা সাংবাদিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার সময় ওই ৫ জনকে আটক করে পুলিশ।’
ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত সাংবাদিক মো. শরিফুল ইসলামকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩২ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে