সাইফুল মাসুম

ঢাকা: মোশাররফ মিয়া (৫০)। বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট এলাকা। কাজ করতেন টঙ্গীর একটি গার্মেন্টসে। ২০২০ সালে লকডাউনে তিনি চাকরি হারান। পরে ঢাকাতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। পরিবার নিয়ে থাকেন তেজগাঁও এলাকায়। এ বছর করোনা সংক্রমণ বাড়ায় চলমান লকডাউনে আবার বিপদে পড়েছেন তিনি। সোমবার বাংলামোটর এলাকায় কথা হয় মোশাররফ মিয়ার সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'লকডাউনে ঘরে বসে থাকলে তো খাবার আসে না, রিকশার চাকা ঘুরলেই আমাদের পেট চলে। লকডাউনের প্রথম দুইদিন রিকশা নিয়ে বের হলে পুলিশ রাস্তায় ঝামেলা করছিল, যাত্রীও পাইনি। ওই দুইদিন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে ছিলাম। এখন পুলিশের ঝামেলা কম, রাস্তায় যাত্রীও বাড়ছে। যা উপার্জন হয় তাতেই দিন চলছে।'
সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে অন্য শ্রমজীবী মানুষের মতো ঘর থেকে বেরিয়েছেন মালিবাগ রেল গেইট এলাকার ফল বিক্রেতা বেলাল হোসেন (৫৬)। এক জায়গায় তিনি প্রায় ২০ বছর ধরে ব্যবসা করেন। তিনি বলেন, 'নিরুপায় হয়ে দোকান নিয়ে বসেছি। কিছু বিক্রি হলে দুমুঠো ভাতের জোগাড় হবে।'
মগবাজার এলাকার ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা মোহাম্মদ সুমন। ভ্যানে ফেরি করে কখনো ডাব, কখনো সবজি বিক্রি করেন। তিনি বলেন, 'লকডাউন তবুও বের হয়েছি। কিছু যদি বিক্রি হয়। কারণ ধার দেনা করে সংসার চলছে। এভাবে আর কতদিন টেকা যায়। '
দশ বছর ধরে কারওয়ান বাজার বাংলাভিশনের সামনের ফুটপাতে মুচির কাজ করেন রাজু রিশি (৪২)। সরকারের কঠোর লকডাউননেও রাস্তায় কেন জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, 'আরাম করে বসে থাকতে তো আমাদেরও ইচ্ছে করে। তারপরও লকডাউনে বাধ্য হয়ে বেরিয়েছি। কারণ কাজ না করলে তো পেট চলে না। সকাল থেকে ১২০ টাকার কাজ হয়েছে। অন্য স্বাভাবিক সময়ে চার-পাঁচশ টাকা ইনকাম হয়। লকডাউনে আয় কম হলেও পেট তো চলছে।'
কারওয়ান বাজার ইত্তেফাক অফিস সংলগ্ন ফুটপাতে মোবাইলে রিচার্জ করেন আবু বক্কর(২৮)। তিনি বলেন, 'কয়েক দিন বাসায় ছিলাম। কোন ইনকাম নাই, চলতে কষ্ট হচ্ছিল। তাই আজ আবার দোকান নিয়ে বসেছি। তবে আগের মতো লোডের কাস্টমার পাচ্ছি না।'
সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এক বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতির মধ্যে রয়েছে। গত বছর দীর্ঘ লকডাউনে অনেকে জীবিকা হারিয়েছেন। যে দারিদ্র্যের হার ২০১৯ সালের শেষের দিকে ২০ শতাংশের মতো ছিল, সেটা বেড়ে এখন ৪০-৪১ শতাংশ হয়ে গেছে। তার মানে, গরীব মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নতুন কোনো চাপ নেওয়ার ক্ষমতা এখন নিম্ন আয়ের মানুষের নেই।
এমন পরিস্থিতিতে সরকারের প্রধান ভূমিকা রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম। আজকের পত্রিকাকে তিনি বলেন, সরকার এখানে খেলছে। করোনা সংক্রমণ বাড়ছে, আগেই লকডাউন দেয়া দরকার ছিল। রাষ্ট্রীয় নানা আয়োজন আর মোদির আগমনের কারণে লকডাউন পেছানো হয়েছিল। এখন সরকারের উচিত হবে, লকডাউনে যে গরীব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা করা। দেশব্যাপী নোঙ্গরখানা খুলে দিয়ে, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। এমন উদ্যোগ না নিলে সমাজে আরো বৈষম্য বাড়বে, একই সঙ্গে বাড়বে দেশে গরীবের সংখ্যা।

ঢাকা: মোশাররফ মিয়া (৫০)। বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট এলাকা। কাজ করতেন টঙ্গীর একটি গার্মেন্টসে। ২০২০ সালে লকডাউনে তিনি চাকরি হারান। পরে ঢাকাতে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। পরিবার নিয়ে থাকেন তেজগাঁও এলাকায়। এ বছর করোনা সংক্রমণ বাড়ায় চলমান লকডাউনে আবার বিপদে পড়েছেন তিনি। সোমবার বাংলামোটর এলাকায় কথা হয় মোশাররফ মিয়ার সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, 'লকডাউনে ঘরে বসে থাকলে তো খাবার আসে না, রিকশার চাকা ঘুরলেই আমাদের পেট চলে। লকডাউনের প্রথম দুইদিন রিকশা নিয়ে বের হলে পুলিশ রাস্তায় ঝামেলা করছিল, যাত্রীও পাইনি। ওই দুইদিন পরিবার নিয়ে খেয়ে না খেয়ে ছিলাম। এখন পুলিশের ঝামেলা কম, রাস্তায় যাত্রীও বাড়ছে। যা উপার্জন হয় তাতেই দিন চলছে।'
সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনে অন্য শ্রমজীবী মানুষের মতো ঘর থেকে বেরিয়েছেন মালিবাগ রেল গেইট এলাকার ফল বিক্রেতা বেলাল হোসেন (৫৬)। এক জায়গায় তিনি প্রায় ২০ বছর ধরে ব্যবসা করেন। তিনি বলেন, 'নিরুপায় হয়ে দোকান নিয়ে বসেছি। কিছু বিক্রি হলে দুমুঠো ভাতের জোগাড় হবে।'
মগবাজার এলাকার ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা মোহাম্মদ সুমন। ভ্যানে ফেরি করে কখনো ডাব, কখনো সবজি বিক্রি করেন। তিনি বলেন, 'লকডাউন তবুও বের হয়েছি। কিছু যদি বিক্রি হয়। কারণ ধার দেনা করে সংসার চলছে। এভাবে আর কতদিন টেকা যায়। '
দশ বছর ধরে কারওয়ান বাজার বাংলাভিশনের সামনের ফুটপাতে মুচির কাজ করেন রাজু রিশি (৪২)। সরকারের কঠোর লকডাউননেও রাস্তায় কেন জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, 'আরাম করে বসে থাকতে তো আমাদেরও ইচ্ছে করে। তারপরও লকডাউনে বাধ্য হয়ে বেরিয়েছি। কারণ কাজ না করলে তো পেট চলে না। সকাল থেকে ১২০ টাকার কাজ হয়েছে। অন্য স্বাভাবিক সময়ে চার-পাঁচশ টাকা ইনকাম হয়। লকডাউনে আয় কম হলেও পেট তো চলছে।'
কারওয়ান বাজার ইত্তেফাক অফিস সংলগ্ন ফুটপাতে মোবাইলে রিচার্জ করেন আবু বক্কর(২৮)। তিনি বলেন, 'কয়েক দিন বাসায় ছিলাম। কোন ইনকাম নাই, চলতে কষ্ট হচ্ছিল। তাই আজ আবার দোকান নিয়ে বসেছি। তবে আগের মতো লোডের কাস্টমার পাচ্ছি না।'
সমাজ বিশেষজ্ঞরা বলছেন, এক বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতির মধ্যে রয়েছে। গত বছর দীর্ঘ লকডাউনে অনেকে জীবিকা হারিয়েছেন। যে দারিদ্র্যের হার ২০১৯ সালের শেষের দিকে ২০ শতাংশের মতো ছিল, সেটা বেড়ে এখন ৪০-৪১ শতাংশ হয়ে গেছে। তার মানে, গরীব মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নতুন কোনো চাপ নেওয়ার ক্ষমতা এখন নিম্ন আয়ের মানুষের নেই।
এমন পরিস্থিতিতে সরকারের প্রধান ভূমিকা রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম। আজকের পত্রিকাকে তিনি বলেন, সরকার এখানে খেলছে। করোনা সংক্রমণ বাড়ছে, আগেই লকডাউন দেয়া দরকার ছিল। রাষ্ট্রীয় নানা আয়োজন আর মোদির আগমনের কারণে লকডাউন পেছানো হয়েছিল। এখন সরকারের উচিত হবে, লকডাউনে যে গরীব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা করা। দেশব্যাপী নোঙ্গরখানা খুলে দিয়ে, খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা। এমন উদ্যোগ না নিলে সমাজে আরো বৈষম্য বাড়বে, একই সঙ্গে বাড়বে দেশে গরীবের সংখ্যা।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
৪১ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে