উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অনলাইন প্লাটফর্ম ই-কমার্স ভিত্তিত আলোচিত প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ সিও ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার শুক্রবার (২৮ জুন) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ (শুক্রবার) তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
ওসি তাসলিমা আক্তার বলেন, গত ২২ জুন বিমানবন্দর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী আমানুল্লা চৌধুরীকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, আমান আল্লাহকে প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যায়। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সেই সময় এই সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠায়। আমাদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন অভিযোগে ৫৪টিরও বেশি মামলা রয়েছে।
সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ চৌধুরী ফ্যাসিবাদী আওয়ামীলীগের অর্থ দাতা। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইটি’তে অভিজ্ঞ হওয়া আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ’শেখ হাসিনাতেও আস্থা’ নামক একটি প্রচার সেল খুলে ছিলেন। সেই পেইজে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালাতেন।

অনলাইন প্লাটফর্ম ই-কমার্স ভিত্তিত আলোচিত প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জের’ সিও ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার শুক্রবার (২৮ জুন) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ (শুক্রবার) তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
ওসি তাসলিমা আক্তার বলেন, গত ২২ জুন বিমানবন্দর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী আমানুল্লা চৌধুরীকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, আমান আল্লাহকে প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যায়। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। সেই সময় এই সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠায়। আমাদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন অভিযোগে ৫৪টিরও বেশি মামলা রয়েছে।
সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ চৌধুরী ফ্যাসিবাদী আওয়ামীলীগের অর্থ দাতা। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আইটি’তে অভিজ্ঞ হওয়া আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ’শেখ হাসিনাতেও আস্থা’ নামক একটি প্রচার সেল খুলে ছিলেন। সেই পেইজে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রচারণা চালাতেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে