
আগারগাঁও থেকে মিরপুর-১২ পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের দেখা মেলেনি। তবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে দেশের প্রায় সোয়া ১২ কোটি ভোটারের তথ্যসংবলিত নির্বাচন কমিশন (ইসি) ভবনটিও অরক্ষিত অবস্থায় দেখা যায়।
আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সরেজমিনে সড়কগুলোতে এ অবস্থা দেখা যায়। এ সময় কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় বেশির ভাগ দোকান বন্ধ ছিল। এ ছাড়া অন্যান্য এলাকায় প্রায় সব ধরনের দোকান খোলা দেখা যায়।
আগারগাঁও থেকে মিরপুর-১২ পর্যন্ত রাস্তায় পরিস্থান, আলিফ, বিজয় এক্সপ্রেস, বিহঙ্গ, বিকল্প, শিকড়, মিরপুর সুপার লিংক, অছিম, প্রজাপতি, স্বাধীন এক্সপ্রেস, আয়াত পরিবহনের সীমিতসংখ্যক বাস দেখা গেছে। এসব এলাকায় রিকশা, অটো, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একজনকে ‘দুর্নীতি মুক্ত দেশ চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে অফিস করেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, ইসি সচিব শফিউল আজিমসহ বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী।
যাঁরা উপস্থিত হয়েছিলেন তাঁরা দুপুরের মধ্যে ইসি ভবন ফাঁকা করে চলে গেছেন। দেশের প্রায় সোয়া ১২ কোটি ভোটারের তথ্যসংবলিত সার্ভার স্টেশন রয়েছে নির্বাচন ভবনে। জনগুরুত্বপূর্ণ তথ্য থাকা এই ভবনে নেই কোনো নিরাপত্তাব্যবস্থা। এটি নিয়ে উদ্বিগ্ন দেখা গেছে একজন কর্মকর্তাকে।
আগারগাঁও এলাকায় সমাজ সেবা অধিদপ্তর, এলজিইডি ভবন, বন অধিদপ্তরের মূল গেট বন্ধ দেখা গেছে। শুধু পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের সামনে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে