নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান হাফিজ।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক অফিস আদেশে মাহমুদুরসহ পৃথক দুই আদেশে আরও ছয়জনকে রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, মাহমুদুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের পরিদর্শক পদে বদলি করা হল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে মাহমুদুর রহমানের ছুটি অনুমোদন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি এবং ১০ দিন বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। মাহমুদুর রহমান গত ২৫ মে ১০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান। তবে ৪ জুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। গত ২ জুন তিনি ছুটি বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে তার স্ত্রী-সন্তানের কাছে গেছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তবে তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ছুটিতে গিয়ে কর্মস্থলে না ফেরায় আলোচনায় আসেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে কিছু জানা নেই। তবে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, যে কারোর ক্ষেত্রে চাকরিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানের দায়িত্ব ছাড়াও ওসি মাহমুদুর ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কদমতলী থানার ওসি হিসেবে দায়িত্ব পান এবং ২০২৫ সালের জানুয়ারিতে গুলশানে পদায়িত হন।
এদিকে গতকাল রোববার ডিএমপির পৃথক অফিস আদেশে আরও ছয়জনকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশনে বদলি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় রাজধানীর গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান হাফিজ।
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক অফিস আদেশে মাহমুদুরসহ পৃথক দুই আদেশে আরও ছয়জনকে রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, মাহমুদুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের পরিদর্শক পদে বদলি করা হল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে মাহমুদুর রহমানের ছুটি অনুমোদন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি এবং ১০ দিন বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি মঞ্জুর করা হয়। মাহমুদুর রহমান গত ২৫ মে ১০ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যান। তবে ৪ জুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি দেশে ফেরেননি। গত ২ জুন তিনি ছুটি বাড়ানোর আবেদন করলেও তা গ্রহণ হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে তার স্ত্রী-সন্তানের কাছে গেছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তবে তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
যুক্তরাষ্ট্রে ছুটিতে গিয়ে কর্মস্থলে না ফেরায় আলোচনায় আসেন গুলশান থানার ওসি মাহমুদুর রহমান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করার বিষয়ে কিছু জানা নেই। তবে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, যে কারোর ক্ষেত্রে চাকরিতে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানের দায়িত্ব ছাড়াও ওসি মাহমুদুর ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কদমতলী থানার ওসি হিসেবে দায়িত্ব পান এবং ২০২৫ সালের জানুয়ারিতে গুলশানে পদায়িত হন।
এদিকে গতকাল রোববার ডিএমপির পৃথক অফিস আদেশে আরও ছয়জনকে বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন-উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার ওসি, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শেখ ফরিদ উদ্দিনকে গোয়েন্দা বিভাগে, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার অপারেশন, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার অপারেশনে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে