নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে মনোয়ার হোসেন (৫৯) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাঁর লাশ উদ্ধার করে তেজগাঁও থানা-পুলিশ। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি বগুড়া সদরে। তিনি রাজধানী ঢাকার নারিন্দায় বসবাস করতেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চিকিৎসক স্থগিত থাকা ইনক্রিমেন্ট ও পেনশনের টাকা চালুর আবেদন নিয়ে এসেছিলেন। এরপর তাঁর সাবেক কর্মস্থলের এক কর্মকর্তার কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অডিট কর্মকর্তার কক্ষ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পিএসসির নন ক্যাডারে পরিবার পরিকল্পনায় মেডিকেল অফিসার হিসেবে নরসিংদীতে কর্মরত ছিলেন। নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের ইনক্রিমেন্ট স্থগিত ছিল। পাশাপাশি তাঁকে জরিমানা করা হয়েছিল। ফলে তাঁর পেনশন স্থগিত ছিল। আজ তিনি জরিমানা মাফ ও পেনশন চালুর আবেদন নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন নিহতের ভাই।
পরিবারের বরাত দিয়ে পরিদর্শক শাহ আলম আরও বলেন, ঢাকায় আসার পরে মনোয়ার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ভাইয়ের সঙ্গে কথা বলেন। তাঁর কাছ থেকে টাকাও আনেন। তবে এরপর কী হয়েছে সেটি জানা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
তেজগাঁও থানা-পুলিশ জানিয়েছে, নিহতের পরিবার থানায় এসেছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩০ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে