নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘১৮ তম প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল শনিবার বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ম্যাক্স গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এম. এ. জব্বারের স্মৃতি স্মরণে প্রতিবছর এই আয়োজন করা হয়।
এই টেনিস প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ৩১টি ক্লাব ও সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের ৫১৯ জন প্রতিযোগী অংশ নেবেন।
বিভিন্ন বয়সের নারী-পুরুষ একক এবং দ্বৈত অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে একটানা রাত ১০.০০টা পর্যন্ত ইআরসি ও জাতীয় টেনিস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন সার্বিক সহযোগিতা প্রদান করছে।
এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পুরুষ ও মহিলা একক ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। প্রতিযোগিতায় পুরুষ একক চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা ও পুরুষ দ্বৈত চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা, মহিলা একক চ্যাম্পিয়নকে ২০ হাজার টাকা এবং মহিলা দ্বৈত চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা। প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হবে।
ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক সভাপতি মো. আবদুস সবুর, আইইবি’র সহ সভাপতি প্রকৌশলী মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন পিইঞ্জ, ইআরসি’র সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমসহ আরও অনেকে।

‘১৮ তম প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল শনিবার বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ম্যাক্স গ্রুপ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা প্রকৌশলী এম. এ. জব্বারের স্মৃতি স্মরণে প্রতিবছর এই আয়োজন করা হয়।
এই টেনিস প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে ৩১টি ক্লাব ও সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের ৫১৯ জন প্রতিযোগী অংশ নেবেন।
বিভিন্ন বয়সের নারী-পুরুষ একক এবং দ্বৈত অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। প্রতিদিন সকাল ৯.০০টা থেকে শুরু হয়ে একটানা রাত ১০.০০টা পর্যন্ত ইআরসি ও জাতীয় টেনিস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন সার্বিক সহযোগিতা প্রদান করছে।
এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পুরুষ ও মহিলা একক ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। প্রতিযোগিতায় পুরুষ একক চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা ও পুরুষ দ্বৈত চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা, মহিলা একক চ্যাম্পিয়নকে ২০ হাজার টাকা এবং মহিলা দ্বৈত চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা। প্রতিযোগিতার অন্যান্য ইভেন্ট পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হবে।
ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির সাবেক সভাপতি মো. আবদুস সবুর, আইইবি’র সহ সভাপতি প্রকৌশলী মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন পিইঞ্জ, ইআরসি’র সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমসহ আরও অনেকে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২১ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে