নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যুব বেকারত্বের সমস্যা সমাধানে তাদের কর্মদক্ষতা ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করতে শুরু হয়েছে ‘লিফট’ প্রকল্প। এডুকো বাংলাদেশ, চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং সহযোগী সংস্থা ইএসডিওর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হবে।
আজ রোববার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ. এম. সফিকুজ্জামান।
এডুকো বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘কারিগরি শিক্ষা তরুণদের হাতে-কলমে দক্ষতা প্রদান করার পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার একটি বড় সুযোগ তৈরি করে। এর ফলে তরুণেরা শুধুমাত্র চাকরির বাজারের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারে। আমরা এমন প্রশিক্ষণ নিশ্চিত করতে চাই, যাতে তারা বিদেশে গিয়েও মূল্যবান দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশে থেকেও তাঁরা যেন উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, এই আশা ব্যক্ত করছি।’
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘লিফট প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করতে চাই যা ২১ শতকের আধুনিক এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাঁদের স্থায়ীভাবে সফল হতে সাহায্য করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের দক্ষতাকে আধুনিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। প্রকল্পটি যুবকদের ক্যারিয়ার পরামর্শ প্রদান এবং নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেবে। পাশাপাশি এটি শিল্প খাতের সঙ্গে কাজ করবে যাতে প্রশিক্ষণ কার্যক্রম তাদের কর্মশক্তির চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) মিনা মাসুদ উজজামান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন প্রমুখ।

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যুব বেকারত্বের সমস্যা সমাধানে তাদের কর্মদক্ষতা ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করতে শুরু হয়েছে ‘লিফট’ প্রকল্প। এডুকো বাংলাদেশ, চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এবং সহযোগী সংস্থা ইএসডিওর সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হবে।
আজ রোববার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ. এম. সফিকুজ্জামান।
এডুকো বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘কারিগরি শিক্ষা তরুণদের হাতে-কলমে দক্ষতা প্রদান করার পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার একটি বড় সুযোগ তৈরি করে। এর ফলে তরুণেরা শুধুমাত্র চাকরির বাজারের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারে। আমরা এমন প্রশিক্ষণ নিশ্চিত করতে চাই, যাতে তারা বিদেশে গিয়েও মূল্যবান দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশে থেকেও তাঁরা যেন উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, এই আশা ব্যক্ত করছি।’
এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘লিফট প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করতে চাই যা ২১ শতকের আধুনিক এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাঁদের স্থায়ীভাবে সফল হতে সাহায্য করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন খাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাঁদের দক্ষতাকে আধুনিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। প্রকল্পটি যুবকদের ক্যারিয়ার পরামর্শ প্রদান এবং নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ওপরও গুরুত্ব দেবে। পাশাপাশি এটি শিল্প খাতের সঙ্গে কাজ করবে যাতে প্রশিক্ষণ কার্যক্রম তাদের কর্মশক্তির চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) মিনা মাসুদ উজজামান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন প্রমুখ।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৮ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২২ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৯ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে