Ajker Patrika

জবির দ্বিতল প্রশাসনিক ভবনে লিফট স্থাপনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১: ২৫
জবির দ্বিতল প্রশাসনিক ভবনে লিফট স্থাপনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক দ্বিতল ভবনে লিফট স্থাপনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আজ রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে সমালোচনা করতে দেখা যায় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন দূরদূরান্ত থেকে এসে কষ্ট করে ক্লাস করে। কোনো আবাসিক সুবিধা নেই, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বা রিডিং রুম, অথচ শুধু দোতলার জন্য লিফট বসানো হচ্ছে। এটি খুবই দৃষ্টিকটু।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এটা কয়েক বছর আগের একটা প্রজেক্ট। আমরা এটার অনুমোদন দিইনি। তবে আমরা চেয়েছিলাম লিফটের টাকাটা অন্য জায়গায় ব্যবহার করতে। কিন্তু পরে জানতে পারি, এ টাকা অন্য খাতে ব্যবহার করা যাবে না। তাই ভেবেছি, যেহেতু টাকাটা ব্যবহার করা যাচ্ছে না, কাজটা শেষ হয়ে যাক।’

তিনি আরও বলেন, ‘আমাদের আসলে লিফটের দরকার নেই। আমি নিজেও বাসার চারতলায় লিফট ছাড়াই উঠি। তবে মাঝে মাঝে অনেক অতিথি আসেন, যাঁদের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, তাঁরা ওপরের তলায় উঠতে পারেন না—এই বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত