নরসিংদী প্রতিনিধি

সৌদি আরবের ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা হাজী আব্দুল মালেক (৭০) ও মুকুলে ভাগ্নের স্ত্রী তাসলিমা (২৫)। এ সময় আরও চার জন আহত হন। তারা হলেন সাহিদা আক্তার (৩৫), জান্নাতুল বাকিয়া মুন (১০), বন্ধন (৬) ও জাহিদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ। আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সাধারচর আব্দুল মালেক মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায় এ ঘটনায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, আমার বড় ভাই আতাউর রহমান মুকুল। তিনি সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। আমিও ওখানে ছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি আমার বাবা, ভাগিনা ও ভাগনের বউ বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালন শেষে বড় ভাই আতাউর রহমান মুকুল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় একটি গর্তের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে আমার পিতা আব্দুল মালেক ও ভাগনের বউ তাসলিমা বেগম (২৫) মারা যায়। আহত হয়েছেন গাড়িতে থাকা সবাই।
আহতদের মদিনায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। আহত বড়ভাই আতাউর রহমান মুকুলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তাঁদের সুস্থ হতে সময় লাগতে পারে। সুস্থ হওয়ার পরেই বাবা ও ভাগনের বউ এর লাশসহ ও সবাইকে নিয়ে দেশে ফিরবেন তাঁরা।

সৌদি আরবের ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা হাজী আব্দুল মালেক (৭০) ও মুকুলে ভাগ্নের স্ত্রী তাসলিমা (২৫)। এ সময় আরও চার জন আহত হন। তারা হলেন সাহিদা আক্তার (৩৫), জান্নাতুল বাকিয়া মুন (১০), বন্ধন (৬) ও জাহিদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ। আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ সাধারচর আব্দুল মালেক মেম্বারের বাড়িতে গিয়ে দেখা যায় এ ঘটনায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আব্দুল মালেকের ছেলে ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, আমার বড় ভাই আতাউর রহমান মুকুল। তিনি সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। আমিও ওখানে ছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি আমার বাবা, ভাগিনা ও ভাগনের বউ বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব যান। ওমরাহ পালন শেষে বড় ভাই আতাউর রহমান মুকুল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওয়াদি আল ফারাহ নামক স্থানে রাস্তায় একটি গর্তের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে গেলে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে আমার পিতা আব্দুল মালেক ও ভাগনের বউ তাসলিমা বেগম (২৫) মারা যায়। আহত হয়েছেন গাড়িতে থাকা সবাই।
আহতদের মদিনায় একটি হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। আহত বড়ভাই আতাউর রহমান মুকুলের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তাঁদের সুস্থ হতে সময় লাগতে পারে। সুস্থ হওয়ার পরেই বাবা ও ভাগনের বউ এর লাশসহ ও সবাইকে নিয়ে দেশে ফিরবেন তাঁরা।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
১১ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
২৫ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
৩৭ মিনিট আগে