নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি-ব্লকে স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃডাকাত দলের সদস্য।
আজ দুপুরে রাজধানীর মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন-ডাকাত দলের প্রধান রিপন খান ওরফে জাফর (২৩), সোহেল খান (২২), মো. নজরুল ইসলাম (৫০), জুয়েল ইসলাম (৩০। এ ছাড়া ডাকাতির মালামাল ক্রয় চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-তারেক হাসান (৩৬) ও তালহা (৩১)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১১০টি পারফিউম ও ২২টি লোশন উদ্ধার করা হয়। এ ছাড়াও ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন, ১টি পিকাপ যার নম্বর- (খুলনা মেট্রো-ন-১১-১৪৭৩) ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিসি বলেন, গত ২০ মার্চ রাত ২টা ৩৯ মিনিটে বনশ্রীর বি-ব্লকে ডাকাতির ঘটনা ঘটে। দলনেতা রিপন ২০১৭ সালে মাদারিপুরে প্রথম ডাকাতি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়। জেলেও যায় যথারীতি। জামিনে এসে আগের চেয়ে কৌশলী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে সে। ২০২১ সালে তার গ্যাং ১৭টি ডাকাতির ঘটনা ঘটায়। ২০২৩ সালে ৭টি ডাকাতি করে। সর্বশেষ ৮ ডাকাতিই করেছে স্বপ্ন সুপারশপের বিভিন্ন আউটলেটে।
বাগেরহাটের ফকিরহাট থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্য মতে স্বপ্ন সুপার শপের লুণ্ঠিত মালামাল ঢাকা জেলার আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গফুর মন্ডল মার্কেটের আশা কসমেটিকস এবং গোপালগঞ্জ কসমেটিকসের দোকান হতে উদ্ধার করা হয়।

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি-ব্লকে স্বপ্ন সুপার শপে ডাকাতির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা আন্তঃডাকাত দলের সদস্য।
আজ দুপুরে রাজধানীর মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন-ডাকাত দলের প্রধান রিপন খান ওরফে জাফর (২৩), সোহেল খান (২২), মো. নজরুল ইসলাম (৫০), জুয়েল ইসলাম (৩০। এ ছাড়া ডাকাতির মালামাল ক্রয় চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-তারেক হাসান (৩৬) ও তালহা (৩১)। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১১০টি পারফিউম ও ২২টি লোশন উদ্ধার করা হয়। এ ছাড়াও ১টি ধারালো চাপাতি, ১টি কাটার মেশিন, ১টি পিকাপ যার নম্বর- (খুলনা মেট্রো-ন-১১-১৪৭৩) ও ১টি লোহার রড জব্দ করা হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ‘গতকাল শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকার বড় খাজুরা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
ডিসি বলেন, গত ২০ মার্চ রাত ২টা ৩৯ মিনিটে বনশ্রীর বি-ব্লকে ডাকাতির ঘটনা ঘটে। দলনেতা রিপন ২০১৭ সালে মাদারিপুরে প্রথম ডাকাতি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়। জেলেও যায় যথারীতি। জামিনে এসে আগের চেয়ে কৌশলী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে সে। ২০২১ সালে তার গ্যাং ১৭টি ডাকাতির ঘটনা ঘটায়। ২০২৩ সালে ৭টি ডাকাতি করে। সর্বশেষ ৮ ডাকাতিই করেছে স্বপ্ন সুপারশপের বিভিন্ন আউটলেটে।
বাগেরহাটের ফকিরহাট থেকে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের তথ্য মতে স্বপ্ন সুপার শপের লুণ্ঠিত মালামাল ঢাকা জেলার আশুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গফুর মন্ডল মার্কেটের আশা কসমেটিকস এবং গোপালগঞ্জ কসমেটিকসের দোকান হতে উদ্ধার করা হয়।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২৪ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৭ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪৪ মিনিট আগে