
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশাচালক আব্দুল্লাহ আল মনছুর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আসামিরদের মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে (৪০) এই হত্যাকান্ডের ‘মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী’ বলে জানিয়েছে র্যাব। অপর আসামি অটোরিকশা ব্যবসায়ী রমজান আলী (২২) তাঁর সহযোগী।
আজ বুধবার র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিকশাচালক নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পরও তাঁকে না পাওয়ায় মনছুরের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর র্যাবের তদন্ত চলাকালীন গত ১৩ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় নিখোঁজ আব্দুল্লা আল মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তিতে আড়াইহাজার থানার কাদিরদিয়া এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র্যাব জানায়, ঘটনার দিন মনছুরকে সোনারগাঁ থানা এলাকায় নিয়ে যান আসামিরা। এরপর রাত গভীর হলে তাঁকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে। লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবায় ফেলে কচুরিপানা এবং পাশে থাকা একটি নৌকা দিয়ে ঢেকে রাখেন আসামিরা। এরপর রিকশাটিটি নিয়ে চলে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য মনছুরকে হত্যা করেন মঞ্জুর ও তাঁর সহযোগীরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশাচালক আব্দুল্লাহ আল মনছুর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আসামিরদের মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে (৪০) এই হত্যাকান্ডের ‘মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী’ বলে জানিয়েছে র্যাব। অপর আসামি অটোরিকশা ব্যবসায়ী রমজান আলী (২২) তাঁর সহযোগী।
আজ বুধবার র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিকশাচালক নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পরও তাঁকে না পাওয়ায় মনছুরের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর র্যাবের তদন্ত চলাকালীন গত ১৩ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবায় অর্ধগলিত ও ভাসমান অবস্থায় নিখোঁজ আব্দুল্লা আল মনসুরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন ওরুফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তিতে আড়াইহাজার থানার কাদিরদিয়া এলাকা থেকে অটোরিকশা ব্যবসায়ী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে র্যাব জানায়, ঘটনার দিন মনছুরকে সোনারগাঁ থানা এলাকায় নিয়ে যান আসামিরা। এরপর রাত গভীর হলে তাঁকে নির্জন জায়গায় নিয়ে হত্যা করে। লাশ গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবায় ফেলে কচুরিপানা এবং পাশে থাকা একটি নৌকা দিয়ে ঢেকে রাখেন আসামিরা। এরপর রিকশাটিটি নিয়ে চলে যান। রিকশাটি ছিনতাইয়ের জন্য মনছুরকে হত্যা করেন মঞ্জুর ও তাঁর সহযোগীরা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৪ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে