Ajker Patrika

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মিয়ার উদ্দিন (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর-রাজাবাড়ি সড়কের লোহাগাছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়। নিহতের স্বজনেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

নিহতের ভাতিজা শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজার থেকে শ্রীপুর-রাজাবাড়ি সড়ক ধরে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন চাচা মিয়ার উদ্দিন। সড়কের লোহাগাছ এলাকায় (জিনেজানা পুল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের ওপর পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টঙ্গীতে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়। 

শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মালিহা বিনতে মোস্তফা বলেন, আহত ব্যক্তির মাথায় আঘাতের পরিমান খুবই বেশি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত বা মৌলিকভাবে পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নেওয়া হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত