Ajker Patrika

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ২৯
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নরসিংদীতে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। জেলার রায়পুরা উপজেলায় অজ্ঞাত এক যুবক ও পলাশে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ। 

রায়পুরার মেথিকান্দায় ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। অন্যদিকে পলাশের ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় নিহত কিশোরের বয়স আনুমানিক ১৭ বছর। 

রেলপুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়াশাল রেলস্টেশনসংলগ্ন এলাকায় শুক্রবার রাত ১২টার পর থেকে শনিবার সকাল ৬টার মধ্যে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এতে তাঁর মাথা থেঁতলে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। শনিবার সকালে স্থানীয় কয়েক ব্যক্তি রেললাইন ধরে চলাচলের সময় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে ঘোড়াশাল রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফার মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান। পরে ওই কিশোরের লাশ উদ্ধার করে নরসিংদী রেলপুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। 

অন্যদিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন নির্জন স্থানে আরও এক যুবকের ট্রেনে কাটা লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে তাঁর দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে মাথা থেঁতলে যায়। পরে স্থানীয় কয়েক ব্যক্তি রেললাইন ধরে চলাচলে তাঁর লাশ পড়ে থাকতে দেখে মেথিকান্দা রেলস্টেশনের মাস্টার হেলাল হোসেন ভূঁইয়াকে খবর জানান। তাঁর মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইমায়েদুল জাহেদী তাঁর লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহত ব্যক্তির লাশ নরসিংদী রেলপুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। 

নরসিংদী রেলফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, ‘রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই পা ও দুই হাত বিচ্ছিন্ন হয়ে নিহত অজ্ঞাত এক যুবক ও পলাশে ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে গিয়ে নিহত অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছি আমরা। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত