ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া ২ নম্বর গলির ২৯৪/এ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের নাম রাজন ইসলাম দিপু (২৫)। তাঁর মাথা, নাক ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত দিপুর বড় ভাই মো. কামরুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামে। দিপু ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর ধরে কাজ করতেন এবং ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। দুই দিন আগে তাঁর মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। পরে ওই ভবনে এসে খোঁজ করলেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
কামরুল ইসলাম আরও জানান, আজ শনিবার সকালে শহিদুল নামে এক ব্যক্তি এসে জানান, ভবনের লিফটের ফাঁকা জায়গায় দিপুর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মরদেহটি উপুড় হয়ে পানিতে ভাসছে এবং মাথার পেছনে, নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ধারণা, তাঁর ভাইকে হত্যা করে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, নাক ও চোখে আঘাত রয়েছে এবং মরদেহটি কিছুটা ফুলে গেছে।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। হত্যা করে ফেলে দেওয়া হতে পারে। বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া ২ নম্বর গলির ২৯৪/এ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের নাম রাজন ইসলাম দিপু (২৫)। তাঁর মাথা, নাক ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত দিপুর বড় ভাই মো. কামরুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামে। দিপু ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর ধরে কাজ করতেন এবং ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। দুই দিন আগে তাঁর মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। পরে ওই ভবনে এসে খোঁজ করলেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
কামরুল ইসলাম আরও জানান, আজ শনিবার সকালে শহিদুল নামে এক ব্যক্তি এসে জানান, ভবনের লিফটের ফাঁকা জায়গায় দিপুর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মরদেহটি উপুড় হয়ে পানিতে ভাসছে এবং মাথার পেছনে, নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ধারণা, তাঁর ভাইকে হত্যা করে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, নাক ও চোখে আঘাত রয়েছে এবং মরদেহটি কিছুটা ফুলে গেছে।
তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। হত্যা করে ফেলে দেওয়া হতে পারে। বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৫ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২২ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে