নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় ক্রেনচালকের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। চালকের সহকারী মাত্র তিন মাস আগে কাজে যোগ দিলেও ঘটনার সময় ব্যস্ত সড়কে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই গার্ডার উত্তোলনের কাজ করছিলেন। আর ক্রেনের মূল চালক বাইরে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ভারী গার্ডার স্থাপনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী স্থাপন বা ট্রাফিক নিয়োগ করা হয়নি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপিসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়েই কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব।
গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১, ৩, ৪, ৬ ও ১২ যৌথ অভিযানে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালশী, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেনচালকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আল আমিন হোসেন ওরফে হৃদয় (২৫), চালকের সহকারী রাকিব হোসেন (২৩), দুর্ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল (২৮), মো. আফরোজ মিয়া (৫০), ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ (৩৯), হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকার ইফতেখার হোসেন (৩৯), হেড অব অপারেশন আজহারুল ইসলাম মিঠু (৪৫), ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার (৪২), প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা (৩৩), মো. মঞ্জুরুল ইসলাম (২৯)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ক্রেনচালকসহ ১০ জনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় ক্রেনচালকের ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। চালকের সহকারী মাত্র তিন মাস আগে কাজে যোগ দিলেও ঘটনার সময় ব্যস্ত সড়কে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই গার্ডার উত্তোলনের কাজ করছিলেন। আর ক্রেনের মূল চালক বাইরে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ভারী গার্ডার স্থাপনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী স্থাপন বা ট্রাফিক নিয়োগ করা হয়নি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপিসহ সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়েই কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব।
গার্ডার পড়ে পাঁচজন নিহতের ঘটনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১, ৩, ৪, ৬ ও ১২ যৌথ অভিযানে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালশী, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেনচালকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—আল আমিন হোসেন ওরফে হৃদয় (২৫), চালকের সহকারী রাকিব হোসেন (২৩), দুর্ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল (২৮), মো. আফরোজ মিয়া (৫০), ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ (৩৯), হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকার ইফতেখার হোসেন (৩৯), হেড অব অপারেশন আজহারুল ইসলাম মিঠু (৪৫), ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার (৪২), প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা (৩৩), মো. মঞ্জুরুল ইসলাম (২৯)।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ক্রেনচালকসহ ১০ জনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১২ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে