নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘প্রতিদিন সকালে আসি। সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি। এভাবে পঁচিশটা দিন চলে গেল। একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ালো না।’ এ কথাগুলো বলছিলেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন। প্যানেল ভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে শাহবাগে আজ বুধবারসহ টানা ২৫ দিন গণ অনশন কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া নিয়োগ বঞ্চিত বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের বদলে বদলির সুযোগ করে দেওয়া হচ্ছে। নিয়োগ শেষে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি পদ ফাঁকাই রয়ে গেছে। এতে করে চাকরিপ্রত্যাশী শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নিবন্ধনধারী কাকলি আক্তার বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়হীনতা শিক্ষক নিয়োগ পদ্ধতিকে জটিল থেকে জটিলতর করে তুলেছে। প্রতিটা স্কুল, কলেজের বিপরীতে আলাদা করে আবেদন করতে হওয়ায় নিয়োগপ্রত্যাশীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সংগঠনের সভাপতি আমীর হোসেন বলেন, আমাদের দাবিগুলো তো যৌক্তিক। তারপরও এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। এনটিআরসিএতে আমরা কয়েকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু কিছুই হলো না।
এনটিআরসিএর নিয়োগ জটিলতা কাটাতে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করছেন এই নিবন্ধনধারী শিক্ষকেরা।
অনশনরত নিবন্ধনধারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-বিটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে, বৈধ সনদধারী চাকরি প্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে, ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অনশন চলবে বলে জানান তারা।

‘প্রতিদিন সকালে আসি। সন্ধ্যা পর্যন্ত এখানে থাকি। এভাবে পঁচিশটা দিন চলে গেল। একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন। কিন্তু আমাদের পাশে কেউ এসে দাঁড়ালো না।’ এ কথাগুলো বলছিলেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন। প্যানেল ভিত্তিক নিয়োগসহ তিন দফা দাবিতে শাহবাগে আজ বুধবারসহ টানা ২৫ দিন গণ অনশন কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া নিয়োগ বঞ্চিত বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগের বদলে বদলির সুযোগ করে দেওয়া হচ্ছে। নিয়োগ শেষে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি পদ ফাঁকাই রয়ে গেছে। এতে করে চাকরিপ্রত্যাশী শিক্ষক এবং শিক্ষার্থী দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নিবন্ধনধারী কাকলি আক্তার বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ও শিক্ষা মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়হীনতা শিক্ষক নিয়োগ পদ্ধতিকে জটিল থেকে জটিলতর করে তুলেছে। প্রতিটা স্কুল, কলেজের বিপরীতে আলাদা করে আবেদন করতে হওয়ায় নিয়োগপ্রত্যাশীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সংগঠনের সভাপতি আমীর হোসেন বলেন, আমাদের দাবিগুলো তো যৌক্তিক। তারপরও এনটিআরসিএ বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। এনটিআরসিএতে আমরা কয়েকবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু কিছুই হলো না।
এনটিআরসিএর নিয়োগ জটিলতা কাটাতে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে গত ৫ জুন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করছেন এই নিবন্ধনধারী শিক্ষকেরা।
অনশনরত নিবন্ধনধারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-বিটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে, বৈধ সনদধারী চাকরি প্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা স্থগিত রাখতে হবে, ইনডেক্সধারীদের প্যানেলে অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণ অনশন চলবে বলে জানান তারা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে