নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে