নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।

প্রতিবন্ধীদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ সোমবার ‘বাংলা ইশারা ভাষা দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আধুনিক বিশ্বে ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশের মানুষদের মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে যেই ভ্রান্ত ধারণা আছে, সেগুলো ভেঙে দিয়ে তাদের মূলধারার সমাজের সঙ্গে নিয়ে আসতে হবে। এর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। দেশের বধিরদের জন্য যেই স্কুলগুলো আছে সেগুলোতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই প্রশিক্ষণের ব্যবস্থা আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজ আক্তার। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা যতটা উন্নয়ন করতে পেরেছি, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এখনো এতটা করা সম্ভব হয়নি।’
ইশারা ভাষার ব্যবহার ও প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা ও তাদের উন্নয়নের জন্য মনিটরিং ব্যবস্থা আরও উন্নত করার প্রতি জোর দেওয়ার কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
বাংলাদেশ জাতীয় বধির সংস্থার একটি জরিপের হিসেব অনুযায়ী, বিশ্বে ৭ কোটি ২০ লাখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। যাদের আশি শতাংশই উন্নয়নশীল দেশের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ২ লাখ ৬০ হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ আছেন। তাঁদের শিক্ষার জন্য সরকারি ভাবে নয়টি ও বেসরকারি ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া সারা দেশে সফলভাবে ১ হাজার ২০০ জন শিশুর ককলিয়ার ইম্লিমেন্ট করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে