নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলের অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হচ্ছে। সেগুলো হয়ে গেলেই বর্তমানে রেলের যে সংখ্যা রয়েছে, তা অনেক গুণ বৃদ্ধি পাবে। তখন দেশে রেল পরিবহনই হয়ে উঠবে প্রধান পরিবহন ও যোগাযোগ মাধ্যম বলে মন্তব্য করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলের অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। যাত্রী সেবার মান বৃদ্ধি করা হচ্ছে। শিডিউল বিপর্যয়ের যে দীর্ঘদিনের অভিযোগ সেটা কাটিয়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রেলে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সকাল ১০টা ১০ মিনিটে একতা আন্তনগর এক্সপ্রেসের ভ্রমণ করা শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। আর বিকেল সাড়ে ৪টায় শোভন এক্সপ্রেসে ভ্রমণ করা শিশুদের মাঝেও উপহার বিতরণ করা হবে। আজ কমলাপুর রেলস্টেশনে এক হাজার শিশুদের মাঝে এই উপহার বিতরণ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি পেনসিল, চার ধরনের চকলেট, একটি পেনসিল কাটার, একটি রাবার, একটি কেক ও রাসেলের এক কপি ছবি।
এ সময় রেলমন্ত্রী বলেন, রেলের স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রেলকে একটি ভারসাম্য যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এ ছাড়া যাতে আগামী দিনে রেলকে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে তুলতে পারি। সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।
শেখ রাসেল জন্মদিন স্মরণে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু রাসেলকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ওই হত্যাকাণ্ডকে যেন বর্তমান প্রজন্মের শিশুরা ঘৃণা করতে শেখে সে জন্য রাসেলের জন্মদিনে বাংলাদেশ মন্ত্রণালয় ও রেলওয়ের পক্ষ থেকে এই সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে শেখ রাসেলের জন্মদিনে তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় রেলে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার বিতরণ একটি নীরব প্রতিবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, ডিআরএম সাদেক হোসেন, ডিসিও ঢাকা শওকত জামিল মহসী, এডিজি অপারেশন শাহদাৎ হোসেন, রোলিং মনজুরুল আলম চৌধুরী ও কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার, রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আফছার উদ্দিনসহ আরও অনেকে।

রেলের অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হচ্ছে। সেগুলো হয়ে গেলেই বর্তমানে রেলের যে সংখ্যা রয়েছে, তা অনেক গুণ বৃদ্ধি পাবে। তখন দেশে রেল পরিবহনই হয়ে উঠবে প্রধান পরিবহন ও যোগাযোগ মাধ্যম বলে মন্তব্য করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলের অবকাঠামোগত উন্নয়নে কাজ চলছে। যাত্রী সেবার মান বৃদ্ধি করা হচ্ছে। শিডিউল বিপর্যয়ের যে দীর্ঘদিনের অভিযোগ সেটা কাটিয়ে তোলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রেলে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সকাল ১০টা ১০ মিনিটে একতা আন্তনগর এক্সপ্রেসের ভ্রমণ করা শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। আর বিকেল সাড়ে ৪টায় শোভন এক্সপ্রেসে ভ্রমণ করা শিশুদের মাঝেও উপহার বিতরণ করা হবে। আজ কমলাপুর রেলস্টেশনে এক হাজার শিশুদের মাঝে এই উপহার বিতরণ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি পেনসিল, চার ধরনের চকলেট, একটি পেনসিল কাটার, একটি রাবার, একটি কেক ও রাসেলের এক কপি ছবি।
এ সময় রেলমন্ত্রী বলেন, রেলের স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রেলকে একটি ভারসাম্য যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এ ছাড়া যাতে আগামী দিনে রেলকে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে তুলতে পারি। সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি।
শেখ রাসেল জন্মদিন স্মরণে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু রাসেলকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ওই হত্যাকাণ্ডকে যেন বর্তমান প্রজন্মের শিশুরা ঘৃণা করতে শেখে সে জন্য রাসেলের জন্মদিনে বাংলাদেশ মন্ত্রণালয় ও রেলওয়ের পক্ষ থেকে এই সচেতনতা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে শেখ রাসেলের জন্মদিনে তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় রেলে ভ্রমণরত শিশুদের মাঝে উপহার বিতরণ একটি নীরব প্রতিবাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, ডিআরএম সাদেক হোসেন, ডিসিও ঢাকা শওকত জামিল মহসী, এডিজি অপারেশন শাহদাৎ হোসেন, রোলিং মনজুরুল আলম চৌধুরী ও কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুম সারওয়ার, রেলস্টেশন মাস্টার মোহাম্মদ আফছার উদ্দিনসহ আরও অনেকে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে