Ajker Patrika

তথ্য গোপন করায় কর পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি
তথ্য গোপন করায় কর পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিলকৃত সম্পদ বিবরণীতে কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কর পরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী বাদী হয়ে আজ রোববার এই মামলা দায়ের করেন।

দুদকের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার আসামির নাম আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম (৪৩)। তিনি রাজধানীর উত্তরার কর অঞ্চল-৯ এর কর কমিশনারের কার্যালয়ের কর পরিদর্শক।

মামলায় অভিযোগ করা হয়, আসামি খাইরুল ইসলাম ২০২১ সালের ৬ সেপ্টেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিতরণীতে মোট ১ কোটি ৩২ লাখ ১ হাজার ৮৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এ ছাড়া তিনি তাঁর স্ত্রী ও পিতার নামে বিভিন্ন দলিল বলে জমি ক্রয় করে ১ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। 

এসব সম্পদ নিজ নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও দুর্নীতির মাধ্যমে অর্জিত উক্ত সম্পদের অবৈধ উৎস গোপন করার জন্য পিতার নামে ভুয়া টিআইএন খুলে দলিল সম্পাদন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত