Ajker Patrika

হঠাৎ স্থগিত বইমেলার প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯: ১৪
রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি। ফাইল ছবি
রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রস্তুতি। ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারও ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বইমেলা শুরু হওয়ার কথা। সে লক্ষ্যে চলছে প্রস্তুতিও। কিন্তু হঠাৎ করেই বইমেলা আয়োজনের প্রস্তুতি স্থগিত হয়ে গেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ‘যুব কনভেনশন’-এর প্রস্তুতির জন্য আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণকাজ থমকে আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যার পর উদ্যানের যে অংশে বইমেলার অবকাঠামো নির্মাণকাজ চলছিল, সেখানে এসে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন সংগঠনটির পরিচয় দেওয়া একদল ব্যক্তি। তাঁরা সম্মেলনের জন্য উদ্যান ব্যবহারের অনুমোদন নেওয়ার কথা জানান। এরপর কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা।

বাংলা একাডেমির পক্ষ থেকেও বইমেলা পরিচালনা কমিটি থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ আছে। গণপূর্ত অধিদপ্তরকেও জানানো হয়েছে বিষয়টি। একাডেমি জানিয়েছে, প্রস্তুতির মাঝে বিরতি দিলে বইমেলার প্রস্তুতিতে ঝামেলা হবে। নির্ধারিত সময়ে মেলা শুরু করা কঠিন হয়ে যাবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ আয়োজনের অনুমতি দেয় গণপূর্ত অধিদপ্তর।

এ প্রসঙ্গে অমর একুশে বইমেলা-২০২৫ পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন আজকের পত্রিকা’কে বলেন, ‘উদ্ভূত সমস্যা নিরসনে গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গেও আমরা আলোচনা করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দলের লোকজন গিয়েছিল। আমাদের অনুমতি আছে। তাই আমরা আমাদের প্রস্তুতির জন্য তো অনুরোধ করতে পারি। আর দেড় দুই মাস আগে থেকেই আমরা এই সম্মেলনের সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়েছি। সে ক্ষেত্রে আমরা যে অংশটুকুতে করব, তাতে বইমেলার প্রস্তুতিতে খুব সমস্যা হওয়ার কথা না। আমরাও বইমেলার সঙ্গে আছি। কিন্তু কিছু পক্ষ মনে হচ্ছে এটাকে জড়িয়ে আমাদের সম্মেলন না হতে দেওয়ার একটা পাঁয়তারা করছে কি না সেটাও আশঙ্কা হচ্ছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এর সমাধানের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত