বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, মেয়র পদের শপথ পাঠের বিষয়টি এখন আদালতের রায়ের ওপর নির্ভরশীল।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে গত ২২ মে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই পরিস্থিতিতে গত ২৫ মে ইশরাক হোসেন নিজেই তাঁর আইনজীবীর মাধ্যমে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
এ ছাড়া, গতকাল সোমবার (২৬ মে) একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে দেওয়া খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে ইশরাক হোসেনের শপথের বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।’
এই আইনি জটিলতার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের শপথ গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে এবং সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, মেয়র পদের শপথ পাঠের বিষয়টি এখন আদালতের রায়ের ওপর নির্ভরশীল।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে গত ২২ মে হাইকোর্টে করা রিট খারিজ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই পরিস্থিতিতে গত ২৫ মে ইশরাক হোসেন নিজেই তাঁর আইনজীবীর মাধ্যমে মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
এ ছাড়া, গতকাল সোমবার (২৬ মে) একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে দেওয়া খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে ইশরাক হোসেনের শপথের বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।’
এই আইনি জটিলতার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের শপথ গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে এবং সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে