নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে।
আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশে এটাই প্রথম ভাষাভিত্তিক অলিম্পিয়াড। এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।
ড. হাকিম আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা মাতৃভাষা চর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে আমার বিশ্বাস।’
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদের বলেন, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের পাঁচ অঞ্চলের ছয়টি ভেন্যুর বিজয়ীরা ফাইনাল রাউন্ডে অংশ নেবে। এর মধ্যে থেকে ছয়জন এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা) মো. আমনিল ইসলামসহ আরও অনেকে।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে।
আজ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশে এটাই প্রথম ভাষাভিত্তিক অলিম্পিয়াড। এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।
ড. হাকিম আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা মাতৃভাষা চর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে আমার বিশ্বাস।’
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদের বলেন, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের পাঁচ অঞ্চলের ছয়টি ভেন্যুর বিজয়ীরা ফাইনাল রাউন্ডে অংশ নেবে। এর মধ্যে থেকে ছয়জন এ বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য বিবেচিত হবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা) মো. আমনিল ইসলামসহ আরও অনেকে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে