নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট নয়জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫ জন বার্ন ইনস্টিটিউটে এবং ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন- নুরুন্নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), সুভাস (৬২), কামাল হোসেন (৪২), হৃদয় (২৮) এবং শামীম (৩০)।
আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসা চলছে। সকলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের দুজনকে আইসিইউতে এবং একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।
ডা. সেন বলেন, গতকালকে যে ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মগবাজার বিস্ফোরণের চারজন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। এদের সকলের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
এদিকে মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। যারা মারা গেছেন তাঁদের দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। তবে আহতদের অনেককেই এখন খোঁজে পাচ্ছি না। তাঁদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট নয়জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫ জন বার্ন ইনস্টিটিউটে এবং ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন- নুরুন্নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), সুভাস (৬২), কামাল হোসেন (৪২), হৃদয় (২৮) এবং শামীম (৩০)।
আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসা চলছে। সকলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের দুজনকে আইসিইউতে এবং একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।
ডা. সেন বলেন, গতকালকে যে ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মগবাজার বিস্ফোরণের চারজন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। এদের সকলের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
এদিকে মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। যারা মারা গেছেন তাঁদের দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। তবে আহতদের অনেককেই এখন খোঁজে পাচ্ছি না। তাঁদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে