নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট নয়জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫ জন বার্ন ইনস্টিটিউটে এবং ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন- নুরুন্নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), সুভাস (৬২), কামাল হোসেন (৪২), হৃদয় (২৮) এবং শামীম (৩০)।
আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসা চলছে। সকলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের দুজনকে আইসিইউতে এবং একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।
ডা. সেন বলেন, গতকালকে যে ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মগবাজার বিস্ফোরণের চারজন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। এদের সকলের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
এদিকে মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। যারা মারা গেছেন তাঁদের দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। তবে আহতদের অনেককেই এখন খোঁজে পাচ্ছি না। তাঁদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট নয়জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫ জন বার্ন ইনস্টিটিউটে এবং ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন- নুরুন্নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), সুভাস (৬২), কামাল হোসেন (৪২), হৃদয় (২৮) এবং শামীম (৩০)।
আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসা চলছে। সকলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের দুজনকে আইসিইউতে এবং একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।
ডা. সেন বলেন, গতকালকে যে ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মগবাজার বিস্ফোরণের চারজন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। এদের সকলের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
এদিকে মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। যারা মারা গেছেন তাঁদের দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। তবে আহতদের অনেককেই এখন খোঁজে পাচ্ছি না। তাঁদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে